এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হামলায় রক্তাক্ত হেভিওয়েট তৃণমূল নেতা, চাঞ্চল্য রাজ্যে! জেনে নিন

হামলায় রক্তাক্ত হেভিওয়েট তৃণমূল নেতা, চাঞ্চল্য রাজ্যে! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসার ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তবে এবার অন্য ঘটনার সাক্ষী থাকল ক্যানিং এলাকা। যেখানে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হলেন তৃণমূল নেতা গোবিন্দ নস্কর। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। পাশাপাশি তৈরি হয়েছে আতঙ্কের আবহ।

সূত্রের খবর, রবিবার রাতে ‌বাদল নস্কর নামে এক তৃণমূল নেতা বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় 30 জনের একটি দল তাকে ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। শুধু তাই নয়, এরপর তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আর তারপরেই রক্তাক্ত অবস্থায় এই তৃণমূল নেতাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় চিত্তরঞ্জন হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, ঠিক কি কারণে এই তৃণমূল নেতার ওপর এইভাবে হামলা হল, তা অবশ্যই তদন্তের বিষয়। যেভাবে এখানে তার ওপর হামলা হল, তা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একাংশের কাছে। তবে অনেকে বলছেন, এর আগেও একাধিকবার এই তৃণমূল নেতার ওপর হামলা হয়েছে। তবে এবারের হামলা ব্যক্তিগত, নাকি রাজনৈতিক কারণ, সেই রহস্য উন্মোচনের চেষ্টায় ব্যস্ত প্রশাসন। সব মিলিয়ে পুলিশি তদন্তে এই ব্যাপারে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!