এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার বিপদ লুকিয়ে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার এর মধ্যেও, সামনে এলো বিস্ফোরক তথ্য!

এবার বিপদ লুকিয়ে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার এর মধ্যেও, সামনে এলো বিস্ফোরক তথ্য!


করোনার জেরে গোটা বিশ্ব স্তব্ধ। মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ মানুষের। কেউ লকডাউন মানছে কেউ আবার গুরুত্ব দিচ্ছে না। ফলত বাড়ছে করোনা প্রকোপ। সরকার বার বার সচেতনতা দিচ্ছে নানা ভাবে। এরমধ্যে এখন সঙ্গী হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু এই স্যানিটাইজার ব্যবহারের মাত্রা বেশি হলে তা বিপদ ডেকে আনতে পারে।সূত্র মারফত জানা গেছে UNESCO ইতিমধ্যেই এবিষয় সতর্কবার্তা জারি করেছে।

এদিকে করোনা আবহে বার বার হ্যান্ড স্যানিটাইজার আমরা ব্যবহার করেই থাকছি। জানা গেছে এই হ্যান্ড স্যানিটাইজারে থাকছে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক উপাদান। এতটাই বিষাক্ত যে হয়ে যেতে পারে বিরাট শারীরিক ক্ষতি। সারাজীবনের মতো অন্ধ অথবা পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

এমনকি এটি কয়েক ঘণ্টার মধ্যেই ডেকে আনতে পারে মৃত্যু। বার বার ব্যবহার করতে বলা হচ্ছে ৭০-৭৫ শতাংশ ইথানল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার। বিশ্বের সব থেকে করা মদ রাম – এ ইথানল থাকে ৩২ শতাংশ। আর দেশী মদে এর পরিমাণ থাকে ৩৭-৩৮ শতাংশ। জানা গেছে এতেই বিপুল মাত্রায় টক্সিসিটি হয়। জল না মিশিয়ে এই মদ পান করলে হতে পারে ঘোর বিপদ। প্রসঙ্গত জানা যায় ইথানল কিছুটা ব্যয়বহুল এবং খুব একটা সহজলভ্য ও নয়। কিন্তু এর পাশাপাশি সহজলভ্য হলো মেথানল। যা হুবহু ইথানলের মতই বরং তার থেকে বেশি জীবাণু নাশক। মেথানল এতটাই বিষাক্ত যে যে কোনো মুহূর্তে যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এ বিষয় জল্পনা শুরু করেছেন বলে জানা গেছে। জানা গেছে হ্যান্ড স্যানিটাইজারের কনটেইনারের গায়ে “Poison if taken internally” এবং “Keep away from children & pets” লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয় কেউ সরাসরি মুখ খোলেন নি বলেই জানা গেছে। কিন্তু অবিলম্বে এই পদক্ষেপ না নিলে ঘটে যেতে পারে দুর্ঘটনা এমন মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। এতে বিশেষ করে ক্ষতি গ্রস্ত হতে পারে শিশুরা। কারণ স্কুল খোলার সাথে সাথে বাবা মায়েরা বাচ্চাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য ছোট ছোট কনটেইনার দেবেনই। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজার চোখে গেলে আসতে পারে চির অন্ধত্ব বা শরীরের ভিতর প্রবেশ করলে পঙ্গুও হবার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর এমনকি নাইজেরিয়াতে স্যানিটাইজার এর প্রকোপ পরে মৃত্যু হয়েছে বেশ কিছু শিশুর। জানা গেছে মন্দার
বাজারে বাড়তি লাভ করতে স্যানিটাইজার- এ ইথানল ও মেথানল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। যা অত্যন্ত পরিমাণে বিষাক্ত। প্রসঙ্গত বলা যায় দেশের লক্ষ লক্ষ গ্রামীণ অবৈধ ভাটিখানা গুলিতে ইথানল ও মেথানল মিশিয়েই মদ তৈরি করা হয়। এমনকি জানা যায় দেশে পেট্রোলের দাম যখন আকাশ ছোঁয়া তখন বৈদেশিক মুদ্রা বাঁচাতে পেট্রোল পাম্প গুলি পেট্রোলের সাথে ১০-১২ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রি করতে থাকে।

কিন্তু দুর্নীতি যুক্ত বাজারে বেশি লাভের আশায় পাম্পগুলো বেশি পরিমাণ ইথানল বা মেথানল মেশানোর আর্জি জানালে সরকার তা অনুমতি দেয় নি বলেই জানা যায়। কারণ সর্বোচ্চ ৩৫ শতাংশ এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। সেখানে একটি স্যানিটাইজারে মেশানোর হচ্ছে ৭০-৭৫ শতাংশ। বিশেষজ্ঞ মহলে এই নিয়ে তরজা শুরু হলেও কোনো সুরাহা এখনও মেলেনি। তাই বাচ্চাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে গোটা বোতল বাচ্চার হতে না দিয়ে এক দু ফোঁটা ঢেলে দিয়ে হাত শুকিয়ে নেওয়া ভালো। যাতে না কোনো ভাবেই বাচ্চা ওই হাত সাথে সাথেই চোখে বা মুখে দেয়। একই সচেতনতা বড়দেরও অবলম্বন করা ভালো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!