এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা তাড়াতে স্যানিটাইজারের থেকেও সাবান বেশী কার্যকর? সামনে এল নতুন তথ্য

করোনা তাড়াতে স্যানিটাইজারের থেকেও সাবান বেশী কার্যকর? সামনে এল নতুন তথ্য


বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। ভারতেও করোনার থাবা পড়েছে। দিনের পর দিন সংক্রামিতর সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় জনসমাগম রোধ করতে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি একযোগে দেশে লকডাউন চালু করেছে। করোনা পরিস্থিতি যখন প্রথম ভারতে আসে, তখন মানুষ অতটা সচেতন ছিল না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু কিছু সময় যেতেই করোনা মুক্ত হাত পেতে চিকিৎসকদের কথা অনুযায়ী মানুষ হন্যে হয়ে স্যানিটাইজার এর পিছনে পড়ে যায়।

অবস্থা এমন দাঁড়ায়, বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ওষুধের দোকান – কোন জায়গায় অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার পাওয়া যায় না। যদিও চিকিৎসকদের বক্তব্য অন্য। তাঁদের দাবি স্যানিটাইজার থেকে সাবান দিয়ে হাত ধুলে বেশি কার্যকর হবে। তবে সাবান না স্যানিটাইজার সে নিয়ে মতবিরোধ রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই মুহূর্তে সাবান জল করোনাকে কাবু করবে বেশি। কারণ করোনা ভাইরাস যে তিনটি উপাদান নিয়ে গঠিত, সেগুলি হল – গ্লাইকোপ্রোটিন এর কাঁটা, যেটি বাইরে থাকে, যার সাহায্যে জীবন্ত কোষে ভাইরাসটি সংক্রামিত হয়।

দ্বিতীয় হল রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। এর দ্বারা ভাইরাসটি যখন কোন জীবন্ত কোষের ভেতর ঢোকে, তার মধ্যে বংশবিস্তার করে। তৃতীয় উপাদানটি হলো একটি লিপিড স্তর যা ভাইরাসের অন্যান্য অংশকে ধরে রাখে। চিকিৎসকদের দাবি, যদি ভাইরাসের এই লিপিড স্তরকে ধ্বংস করা যায়, তাহলে করোনা ভাইরাসকেও ধ্বংস করা সম্ভব। এই অবস্থায় চর্মরোগ বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, সাবানের আণবিক অংশ দুটি। প্রথমটি হাইড্রোফিলিক ও দ্বিতীয়টি হাইড্রোফোবিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যদি সাবান জল দিয়ে হাত ধোয়া যায়, তাহলে ভাইরাসের লিপিড স্তরের প্রতি সাবানের অণুর হাইড্রোফোবিক অংশের আকর্ষণ বেড়ে যায়। আবার অন্য ক্ষেত্রে জলের অণুর সাবানের হাইড্রোফিলিক অংশকে আকর্ষণ করে। এই আকর্ষণের মাত্রা যত বাড়ে, ততই ভাইরাসের লিপিড স্তর ভাঙবে। এবং ভাইরাসের লিপিড তর ভাঙলেই এই ভাইরাস নিষ্ক্রিয় হয়ে মারা যাবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত ডাক্তার বা নার্সের পক্ষে বারবার উঠে গিয়ে সাবানজল দিয়ে হাত ধোয়া সম্ভব হয় না। এদের ক্ষেত্রে স্যানিটাইজারের ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। তবে যাঁরা বাড়িতে আছেন তাঁরা বারবার সাবান আর পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে নিন।’ অন্যদিকে চিকিৎসা গবেষণায় উঠে এসেছে অন্য তথ্য। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারও ভাইরাসের লিপিড স্তর ভেঙে ফেলতে সক্ষম হয়। কিন্তু সাবান যেরকম এই লিপিড স্তরকে ভাঙতে অতি দ্রুত পদক্ষেপ নেয়, স্যানিটাইজার এর মধ্যে থাকা অ্যালকোহল অতটাও দ্রুতগতিসম্পন্ন নয়।

হ্যান্ড স্যানিটাইজার এর থেকে অনেক বেশি কার্যকরী সাবান। যদি সাবান না থাকে, তখন বিকল্প হিসাবে স্যানিটাইজার প্রয়োজন হবে। এতদিন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষের মধ্যে ধুম পড়ে গিয়েছিল অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার কেনার। তবে এদিন চিকিৎসকদের এবং গবেষকদের কথায় যে তথ্য উঠে এলো, তাতে সাবান এর পাল্লা যে ভারি তা এককথায় অনস্বীকার্য। আপাতত যাদের বাড়িতে স্যানিটাইজার নেই, তাঁরা হতাশ না হয়ে সাবান ব্যবহার করলেই অনেক বেশি উপকার পাবেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!