এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে আসলে কি ঘটেছে? এবার পুরো ঘটনাটি সামনে আনলেন রাজ্যপাল,তোলপাড় রাজ্য

হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে আসলে কি ঘটেছে? এবার পুরো ঘটনাটি সামনে আনলেন রাজ্যপাল,তোলপাড় রাজ্য


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি, রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে হাওড়া, বালি পুরসভা সংক্রান্ত বিলটি। হাওড়া থেকে ১৬ টি ওয়ার্ড নিয়ে বালিকে নতুন পুরসভা রূপে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলটিতে। রাজ্য বিধানসভায় পেশ করা হয়েছে এই বিল। এই  বিল নিয়ে বিরোধী দলের প্রবল আপত্তি রয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেল জানিয়েছিলেন, রাজ্যপাল এতে সম্মতি দিয়েছেন, কিন্তু পরে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই বিলে তিনি সম্মতি দেননি। এই বিল নিয়ে প্রকৃতপক্ষে কি ঘটেছে? এবার সে কথাই জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালতে রাজ্যের এডভোকেট জেনারেল দাবি করেছিলেন যে, এই বিলে সম্মতি দিয়ে দিয়েছেন রাজ্যপাল। কিন্তু এরপরই রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি এখনও এই বিলে সম্মতি দেননি। এটি এখনো তার বিবেচনাধীন রয়েছে। এই বিল সম্পর্কে বেশ কিছু কথা জানতে চেয়েছিলেন তিনি। আজ তিনি পরিষ্কার জানিয়েদিলেন যে, তাঁর কাছে হাওড়া- বালি পুরসভা নিয়ে কোন নথি, কাগজ, বা চিঠি পেশ করা হয়নি। কিন্তু রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে জানিয়ে দেয়া হয়েছে যে, রাজ্যপাল এই বিলে সম্মতি দিয়েছেন।

এভাবেই হাওড়া পুরসভা বিল নিয়ে বিস্ফোরক বক্তব্য রাখলেন রাজ্যপাল। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, তিনি মনে করছেন না রাজ্যপাল সঠিক কথা বলছেন। বিধানসভায় বিল পাস হয়ে যাবার পর নিয়ম মেনে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। রাজ্যপাল কিছু আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন। তার জবাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল। তিনি মনে করেছিলেন, রাজ্যপাল সেখানে সই করে দিয়েছেন। আসলে তিনি হাওড়া ও বালির নির্বাচন যেকোনো ভাবে হোক পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এর নিন্দা করছেন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!