এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > হাওয়া অফিস থেকে বিশেষ সর্তকতা জারি ! আগত নিম্নচাপে ফলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা!

হাওয়া অফিস থেকে বিশেষ সর্তকতা জারি ! আগত নিম্নচাপে ফলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবারের  লক্ষ্মী পুজোয়  বাড়ছে বৃষ্টির আশঙ্কা  ,আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে । বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী তিন দিন রাজ্যে ঝড়-বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে  ‌।  উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।উপকূলীয় জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ,হাওড়া ,হুগলি ,উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।  আগামী মঙ্গলবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!