এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “হারের ব্যবধান এতটা থাকবে যে কেউ ভাবতেই পারছেন না। আমি ১০০ শতাংশ নিশ্চিত।” – নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী হেভিওয়েট তৃণমূল সাংসদ

“হারের ব্যবধান এতটা থাকবে যে কেউ ভাবতেই পারছেন না। আমি ১০০ শতাংশ নিশ্চিত।” – নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী হেভিওয়েট তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সন্ধ্যার পর প্রকাশিত হলো বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা। আজ বিজেপির ৫৭ টি আসনের প্রার্থী ঘোষণা করা হলো। যেখানে দেখা যাচ্ছে অধুনা বঙ্গ রাজনীতির সবচেয়ে চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর এই কেন্দ্রেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র লড়াই হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর এই লড়াই প্রসঙ্গে আজ বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী।

আজ গনমাধ্যমের সামনে শিশির অধিকারী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানালেন যে, তাঁকে যদি নন্দীগ্রামে তিনি ডেকে না আনতেন, তাহলে এত কথা বলতেই পারতেন না তিনি। আবার, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে এক তীব্র লড়াই হলেও, এ প্রসঙ্গে শিশির অধিকারী জানালেন যে, আদতে কোন যুদ্ধই হবে না। কারণ, পরাজয়ের ব্যবধান এতটাই বেশি থাকবে যে, কেউ তা ভাবতেই পারবেন না। এ ব্যাপারে তিনি ১০০% নিশ্চিত বলেই জানালেন। তিনি আরও জানান যে, গত দু-তিন মাসে তাঁদের ওপর যে অবর্ণনীয় আক্রমণ নেমে এসেছে, জনগণ তার জবাব দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তেখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, নন্দীগ্রাম থেকে তিনি প্রার্থী হতে চান। এরপর ঘোষণা মতোই তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেন। আবার, শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে তিনি ৫০ হাজার ভোটে পরাজিত করবেন। এরপর নন্দীগ্রাম থেকে তিনিও লড়াই করছেন নিশ্চিত হলো। এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী বহিরাগত। পাঁচ বছর পর ভোট চাইতে আসেন তিনি। মানুষ তাঁকে প্রত্যাখ্যান করবে। যে নিজের বুথেই হারেন, এখানে কি করে জিতবেন তিনি? শুভেন্দু অধিকারীর নামে নন্দীগ্রামে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে।

আবার গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, ভবানীপুরে পরাজয়ের ভয়েই নন্দীগ্রামে পালিয়ে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি জানিয়েছেন যে, ভবানীপুরে যে ভোটে তিনি হারতেন, তার চেয়ে তিনগুণ ভোটে হারিয়ে তাঁকে কলকাতায় পাঠিয়ে দেবেন তিনি। অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, শুভেন্দু অধিকারী হলেন দলবদলু ও বহিরাগত। নন্দীগ্রামে তিনি বহিরাগত, কারণ, তাঁর বাড়ি হল কাঁথিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!