এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদি কোন “হরিদাস পাল” যে আমাদের চোদ্দপুরুষের হিসেব চাইছেন – প্রশ্ন সূর্যকান্ত মিশ্রর

মোদি কোন “হরিদাস পাল” যে আমাদের চোদ্দপুরুষের হিসেব চাইছেন – প্রশ্ন সূর্যকান্ত মিশ্রর


অসমে এনআরসি চালুর পর বাংলাতেও এনআরসি চালুর পক্ষে সওয়াল করতে দেখা যায় গেরুয়া শিবিরের নেতাদের। যার পরেই তৃণমূল – বিজেপির রাজনৈতিক সংঘর্ষ চরম আকার ধারণ করে এ রাজ্যে। এবার এনআরসি ইস্যুতে নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূত্রের খবর, মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে জেলা সিপিএমের উদ্যোগে একটি সমাবেশে যোগ দেন সূর্যবাবু। তিনি বলেন, “নিজের দেশে থাকি। সীতার মত অগ্নিপরীক্ষা দিতে হবে নাকি! মোদী কোন হরিদাস পাল যে আমাদের চৌদ্দপুরুষের হিসেব চাইছেন! যারা জাতীয়তাবাদের কথা বলছেন মুখে, তারাই বেশি বিজাতীয়। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএসের লোকেরা মুচলেকা দিয়ে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল। তারাই এখন জাতীয়তাবাদীর কথা বলছে। যারা গান্ধীজিকে মেরেছিল, সেই নাথুরাম গডসের লোকেরাই এখন আবার গান্ধী সংকল্প যাত্রা করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দলীয় সমাবেশ থেকে সূর্যকান্ত মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “দেশদ্রোহী” বলেও অভিহিত করেন। তিনি বলেন, “দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কাশ্মীরকে বন্দিশালায় পরিণত করা হয়েছে। কেউ প্রতিবাদ করলেই তার কন্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে।”

তবে শুধু বিজেপিকে আক্রমণ করাই নয়, এদিন সূর্যকান্ত মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল এবং মিষ্টি নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেন। তৃণমূল এবং বিজেপির সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ঘরবন্ধ বৈঠক হচ্ছে। তারপর মিষ্টি ফুল কুর্তা দিচ্ছেন। মোদি-মমতার নাটক চলছে। মোদী-অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করছেন। আর এখানে রাজ্যপালের সঙ্গে সংঘাত মেটাতে পারছেন না। চাষিদের আজ দুর্বিষহ অবস্থা। আমাদের চেয়ে বাংলাদেশ, নেপালের অবস্থা অনেক ভালো।”

পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দু কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বললেও তা পূরণ হয়নি বলে এদিনের সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদককে। সব মিলিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে আক্রমণ করে রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন সিপিএমের সূর্যকান্ত মিশ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!