এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হরিদ্বার থেকে করোনা নিয়ে এলেন রাজ্যের তৃণমূল প্রার্থী, ব্যাপক আতঙ্ক স্থানীয় তৃণমূল শিবিরে

হরিদ্বার থেকে করোনা নিয়ে এলেন রাজ্যের তৃণমূল প্রার্থী, ব্যাপক আতঙ্ক স্থানীয় তৃণমূল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে দ্বিতীয়বার করোনা মহামারী নজিরবিহীনভাবে বেড়ে চলার পেছনে অনেকেই হরিদ্বারে হয়ে চলা কুম্ভমেলাকে দায়ী করছেন অনেকেই। বিভিন্ন সংবাদ সূত্রে জানা যাচ্ছে, কুম্ভমেলা উপলক্ষে হরিদ্বারের গঙ্গার ধারে লাখ লাখ সাধুসন্ত মানুষের ভিড় হয়েছে এবং প্রায় কারোর মুখেই মাস্ক দেখা যায়নি। এই কুম্ভ মেলায় গিয়েছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। এবং হরিদ্বার থেকে ঘুরে আসার পরে বৃহস্পতিবার থেকে ঐ তৃণমূল প্রার্থী অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁর করোনা পরীক্ষা হয় এবং জানা যায়, তিনি করোনা আক্রান্ত। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

সূত্রের খবর, তৃণমূল প্রার্থী পরেশরাম দাসের কুম্ভমেলা থেকে ফিরে আসার পর শ্বাসকষ্ট, জ্বর, গলাব্যথা এবং গায়ে ব্যথা ছিল। তড়িঘড়ি তিনি করোনা টেস্ট করান, এবং জানা যায় তিনি করোনা পজিটিভ। আপাতত করোনা আক্রান্ত হয়ে তৃণমূল নেতা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা যায়। ক্যানিং পশ্চিমের ভোট পর্ব অবশ্যই মিটে গিয়েছিলো গত 6 এপ্রিল। এরপর হরিদ্বারের কুম্ভমেলায় ঘুরতে যান প্রার্থী। এবং তাঁর সঙ্গে তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী ছিলেন। কুম্ভমেলা থেকে ফিরে এসে বেশ কিছুদিন ধরে দলীয় কাজকর্ম চালিয়ে গিয়েছেন পরেশরাম দাস। এমনকি ক্যানিং পূর্বের প্রার্থী শওকত মোল্লার সাথে বৃহস্পতিবার রাতে ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের স্ট্রংরুমেও তিনি যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় পরেশরাম দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তড়িঘড়ি তাঁর সঙ্গীসাথীদের অনেকেই করোনা পরীক্ষা করিয়েছেন। তবে এখনো পর্যন্ত সবার রিপোর্ট পাওয়া যায়নি। অন্যদিকে চিকিৎসক এবং প্রশাসনের তরফ থেকে পরেশরাম দাসের সংস্পর্শে যারা এ কদিন এসেছেন তাঁদের প্রত্যেককে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক মহল এবং প্রশাসনের তরফ থেকে। উত্তর 24 পরগনার পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা। বিভিন্ন হাসপাতালে আক্রান্তের ভিড় চোখে পড়ছে লাগাতার। জানা যাচ্ছে, প্রায় প্রতিটি ব্লক থেকে আট থেকে দশজন পজিটিভ রুগী ধরা পড়ছে।

তার ওপর ভোটের প্রচার শেষ হতেই শুরু হয়েছে করোনা টেস্ট। ফলস্বরূপ, বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা কিংবা মাস্ক পরা কোনোটাই আর আগের মতন মেনে চলা হচ্ছেনা। অনেকেই করোনাকে এখন হালকাভাবে নিতে শুরু করেছেন। যার ফল মারাত্মকরূপে সামনে আসতে চলেছে। ইতিমধ্যেই গত 24 ঘন্টায় রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!