এখন পড়ছেন
হোম > অন্যান্য > হরিষে বিষাদ,পুজোর আনন্দকে পুরো মাটি করে দিতে পারে বৃষ্টি,বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের

হরিষে বিষাদ,পুজোর আনন্দকে পুরো মাটি করে দিতে পারে বৃষ্টি,বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই বৃষ্টির দাপট দেখতে হয়েছে বাঙালিকে। পুজোর মুখে বন্যার পরিস্থিতি পুজোর আনন্দকে অনেকটাই মাটি করে দেয়। তবে সম্প্রতি পরিস্থিতির উন্নতি ঘটেছে। পুজোর মুখে আনন্দে মেতে উঠছে বাঙালি। কিন্তু এরমধ্যেই আবার চোখ রাঙ্গানি বৃষ্টির। অষ্টমীর দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত চলতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টি, এমনই সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, তৃতীযার দিন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। টানা বৃষ্টি যেমন চলতে পারে, তেমনি বিক্ষিপ্তভাবে মাঝারি বা ভারী বৃষ্টিও চলতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন তেমন নেই। তবে, আদ্রতার অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। সপ্তমীর দিন পর্যন্ত রাজ্যজুড়ে রোদ্রজ্জল পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু গোল বাঁধতে চলেছে অষ্টমীর দিন থেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১০ ই অক্টোবর পঞ্চমীর দিন থেকে আন্দামানে একটি নিম্নচাপ তৈরি হবে। আর এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে শুরু করবে। অষ্টমী, নবমীর দিনে একেবারে উপকূলের কাছাকাছি এসে পৌঁছবে এই নিম্নচাপ। আর যা থেকে শুরু হবে বৃষ্টি। এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ মূলত উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হবে মাঝারি থেকে ভারি বৃষ্টি।

তবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলাতে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সময়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি দেখা দিলেও, বড়সড় গোলযোগ সেখানে দেখা দেবে না। আবহাওয়া দপ্তরের এই রিপোর্ট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রাজ্যবাসীর কপালে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!