এখন পড়ছেন
হোম > জাতীয় > হরিয়ানা ভাবাচ্ছে বিজেপিকে, দলীয় দফতরেও পড়ছে প্রভাব ,জেনেনিন

হরিয়ানা ভাবাচ্ছে বিজেপিকে, দলীয় দফতরেও পড়ছে প্রভাব ,জেনেনিন

গত 21 অক্টোবর মহারাষ্ট ও হরিয়ানায় হয়ে গেল বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি শিবির বহু আগে থেকেই নির্বাচনী রূপরেখা তৈরি করে রেখেছিল। বলা যায়, লোকসভা ভোট পর্ব মেটার পর থেকেই বিধানসভা নির্বাচন নিয়ে তাদের পদক্ষেপ শুরু হয়ে গিয়েছিল। বিধানসভা ভোট পর্ব মেটার পর সমস্ত জায়গা থেকে বুথ ফেরত সমীক্ষায় দেখা যায়, বিজেপি নিরঙ্কুশভাবে একক সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় ফিরছে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর ছবি সম্পূর্ণ ভিন্ন রূপে প্রকাশ পেল। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপি জিতলেও তাঁদের আসন সংখ্যা আগের বারের তুলনায় কমেছে। আর এই চিন্তা বিজেপি দলকে ভাবনায় ফেলেছে।

যদিও মহারাষ্ট্রে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন জিতেছে। কিন্তু তাঁদের আসন সংখ্যা আগের তুলনায় কমেছে। আর সে কারণেই বিজেপি শিবিরে উৎসবের, উল্লাসের ছবি সেভাবে দেখা যায়নি। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিল, মহারাষ্ট্র এবং হরিয়ানায় ক্ষমতায় ফিরতে চলেছে আবার বিজেপি। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। হরিয়ানাতে বৃহত্তম দল হিসেবে জয়ী হলেও সরকার গড়ার ম্যাজিক ক্ষমতা পদ্ম শিবিরের হস্তগত হয়নি।

সংবাদ সূত্রের খবর, সকাল থেকে ভোটের ফলাফল নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। ফলাফল ঘোষণার প্রাথমিক পর্ব কাটিয়ে উঠতেই ছবিটা পরিষ্কার হয়। মহারাষ্ট্রে শুরুতেই বিজেপি অনেকটা এগিয়ে যায়। এবং বেলাতে বোঝাই যায়, মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি-শিবসেনা জোট।

মহারাষ্ট্রের ছবি তাও কিছুটা হলেও সমীক্ষার সাথে মিলেছে। কিন্তু হরিয়ানার ছবি সম্পূর্ণ উল্টো দিকে গেছে। প্রাথমিক পর্বে বিজেপি হরিয়ানায় 40 টি আসনে এগিয়ে থাকলেও, যত সময় গড়িয়েছে কংগ্রেসের উত্থান হয়েছে। কংগ্রেস 31টি আসনে পৌঁছে যায় শেষপর্বে এসে। ম্যাজিক ফিগার 46 এ পৌঁছাতে ইতিমধ্যে জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালার সাথে শিরোমনি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদলকে বৈঠক করতে পাঠায় বিজেপি হাইকমান্ড।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে কংগ্রেসের পক্ষ থেকেও দুষ্মন্ত চৌতালার সাথে মিটিং করা হয়েছে বলে খবর। হরিয়ানায় এই মুহূর্তে ত্রিশঙ্কু ফল। তবে বিজেপি পরিস্থিতি আয়ত্তে আনতে ‘ধীরে চলো’ নীতিতে চলতে চাইছে। ভোটের ফল হরিয়ানায় ক্রমশ পরিষ্কার হতেই দেখা যায় দুষ্মন্ত চৌতালা কিং মেকার এর ভূমিকায়। তবে সূত্রের খবর, দুষ্মন্ত সিং চৌতালা হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন দুই দলের কাছেই। আপাতত এই নিয়ে হরিয়ানার রাজনৈতিক মহল সরগরম।

অন্যদিকে, বৃহস্পতিবার বারাণসীতে দলীয় বৈঠক হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির উপস্থাপনায়। কিন্তু তার আগেই বিধানসভা নির্বাচনের ফল ঘিরে দিল্লিতে সংসদীয় বৈঠকে বসেন বিজেপির সাংসদ মন্ত্রীরা। বারানসি থেকে দিল্লিতে ফিরে দলীয় সমর্থকদের অভিবাদন জানাতে সভামঞ্চে আসেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। তবে দলীয় সভাতে কোন উচ্ছ্বাস চোখে পড়েনি। আপাতত সমস্ত উন্মাদনা, উচ্ছ্বাস থেকে বিজেপি দূরে থাকতে চাইছে বলে খবর। কারণ, হরিয়ানা জট এখনও ছাড়েনি। অতএব শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিজয় উল্লাস বাদ দিয়েছেন বিজেপি কর্মীরা।

তবে বিজেপির অন্দরের খবর, ইতিমধ্যে ম্যাজিক ফিগার 46 জোগাড় করে ফেলেছেন তাঁরা হরিয়ানায় সরকার গড়ার জন্য। অন্যদিকে কংগ্রেসও কিং মেকার দুষ্মন্ত চৌতালার সাথে যোগাযোগ রাখছে। এই মুহূর্তে হরিয়ানার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। কারণ নির্দল বিধায়করা যদি পছন্দমত পদ না পান, তাহলে শিবির বদলে ফেলতে পারেন যেকোন সময়। আপাতত হরিয়ানা নিয়ে দেশের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা গেছে। হরিয়ানার সমগ্র পরিস্থিতির দিকে আপাতত নজর রেখেছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!