এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয় বন্ধুর এক্সিট পোল – কি হতে চলেছে হরিয়ানা বিধানসভার সাম্ভাব্য চিত্র?

প্রিয় বন্ধুর এক্সিট পোল – কি হতে চলেছে হরিয়ানা বিধানসভার সাম্ভাব্য চিত্র?


অবশেষে গোটা দেশের ৫১ টি লোকসভা-বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সাথেই সমাপ্ত হল মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ। এখন সকলেরই অধীর আগ্রহে অপেক্ষা ২৪ তারিখের জন্য – কেননা সেদিন সকাল ৮ টা থেকে ইভিএম বাক্স খুললে আঁচ পাওয়া যাবে মহারাষ্ট্র ও হরিয়ানার পরবর্তী সরকার গঠনের ভার কাদের হাতে যেতে চলেছে।

তবে তার আগে, মাঝের এই কদিন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষের মনের উদ্বিগ্ন ভাব কাটাতে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে সামনে আনা হয়েছে বুথ ফেরত সমীক্ষা। আমরা নির্বাচনের আগেই বিভিন্ন পর্যায়ে ওপিনিয়ন পোলের মাধ্যমে মহারাষ্ট্রের মানুষ কি ভাবছেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই রাজ্যের সামগ্রিক ছবি কি দাঁড়াতে পারে – তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছিলাম। আর ভোটগ্রহণ পর্ব মিটতেই আমাদের দেওয়া প্রতিশ্রুতি মত আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সিট পোল।

আমাদের সমীক্ষক দল মহারাষ্ট্রের ২৮৮ ও হরিয়ানার ৯০ বিধানসভা আসন ঘুরে কোন দলের ঝুলিতে কত আসন যেতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। এমনকি, এই দুই রাজ্যের প্রতিটি বিধানসভা আসনের মধ্যে কোথায় কে জয়ী হতে পারে – সেই তথ্যও তুলে আনার চেষ্টা করা হয়েছে। যেহেতু সবেমাত্র শেষ হয়েছে ভোটগ্রহণ – তাই আপাতত, কোন রাজ্যে কোন দলের দখলে কত আসন যেতে পারে তার আভাস এখানে তুলে ধরা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুক্ষনের মধ্যেই মহারাষ্ট্রের ২৮৮ টি ও হরিয়ানার ৯০ টি আসনের প্রতিটি আসনের কে কোথায় জয়ী হতে পারে – তার খুঁটিনাটি, যা আমাদের সমীক্ষক দল তুলে এনেছে তা প্রকাশ করা হবে। এই বুথ ফেরত সমীক্ষা, বিকেল ৪:৩০ পর্যন্ত সংগৃহিত তথ্যের উপর ভিত্তি করে প্রকাশ করা হল। এবার হরিয়ানার সাম্ভাব্য ফলাফল –

মোট আসন – ৯০
সংখ্যাগরিষ্ঠতা – ৪৬
বিজেপির সাম্ভাব্য আসন – ৮৪
কংগ্রেসের সাম্ভাব্য আসন – ৬
অন্যান্যদের সাম্ভাব্য আসন – ০

অর্থাৎ আমাদের করা সমীক্ষা অনুযায়ী বিজেপি বিপুল পরিমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে (৯০ আসনের মধ্যে ৮৪ আসন নিয়ে অর্থাৎ ৯০ শতাংশের থেকেও বেশি আসন নিয়ে) ক্ষমতায় ফিরতে চলেছে। এককভাবে বিরোধীদলের মর্যাদাও পাচ্ছে না কংগ্রেস বা অন্য কোন দল। এমনকি, হরিয়ানার অন্যতম আঞ্চলিক শক্তি বলে পরিচিত লোক দল এবার খাতায় খুলতে পারছে না বলে মনে করছেন আমাদের সমীক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!