এখন পড়ছেন
হোম > জাতীয় > লাইভ রেজাল্ট, হরিয়ানা – সকাল ১১:০০ টা – বিভিন্ন আসনের শেষ ফলাফল একনজরে

লাইভ রেজাল্ট, হরিয়ানা – সকাল ১১:০০ টা – বিভিন্ন আসনের শেষ ফলাফল একনজরে

গত ২১ শে অক্টোবর হরিয়ানার বিধানসভা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। রাজ্যের ৯০ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই সেদিন সন্ধ্যে থেকে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে – সরকার গড়তে চলেছে বিজেপি। অনেক পিছিয়ে কংগ্রেস বা জেপিপি। সত্যিই কি হবে হরিয়ানার ফলাফল?

কিন্তু, আজ গণনা শুরু হতেই ঘুরতে শুরু করেছে হাওয়া। বিজেপির ক্ষমতা হারানোর সম্ভাবনা প্রবল। ‘কিং মেকার’ হতে পারেন জেজেপির দুষ্মন্ত চৌটালা। আর তাই হরিয়ানার এক-এক আসনের ফল গুরুত্বপূর্ণ। সারাদিনের লাইভ ও টাটকা আপডেট পেতে নজর রাখুন প্রিয় বন্ধুর পেজে। শেষ খবর পাওয়া পর্যন্ত হরিয়ানার সর্বশেষ ট্রেন্ড নিম্নরূপ –

মোট আসন – ৯০
গণনা চলছে – ৯০
বিজেপি – ৪৩
কংগ্রেস – ৩১
জেপিপি – ৭
অন্যান্য – ৯
(পোস্টাল ব্যালট গণনার কাজ শেষ, সব জায়গায় ইভিএম-এ গণনা চলছে)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হরিয়ানার বিভিন্ন বিধানসভা আসনের সর্বশেষ ট্রেন্ড –

১. আদমপুর – বিজেপির হেভিওয়েট প্রার্থী সোনালী ফোগট কংগ্রেসের থেকে ১০,৩৪০ ভোটে পিছিয়ে
২. আম্বালা ক্যান্টনমেন্ট – বিজেপির হেভিওয়েট প্রার্থী অনিল ভিজ নির্দল প্রার্থীর থেকে ২২৯ ভোটে এগিয়ে
৩. আম্বালা সিটি – বিজেপি নির্দল প্রার্থীর থেকে ১,০৩৫ ভোটে এগিয়ে
৪. আসাঁধ – নির্দল প্রার্থী বিজেপির থেকে ১৭৩ ভোটে এগিয়ে
৫. আতেলী –

৬. বাধরা – জেজেপি কংগ্রেসের থেকে ৬,৬৭৭ ভোটে এগিয়ে
৭. বাধখল – বিজেপি কংগ্রেসের থেকে ২,১৭০ ভোটে এগিয়ে
৮. বাদলি –
৯. বাদশাহপুর – নির্দল প্রার্থী বিজেপির থেকে ১১,২০৮ ভোটে এগিয়ে
১০. বাহাদুরগড় –

১১. বল্লবগড় – বিজেপি কংগ্রেসের থেকে ৮,৩৪৬ ভোটে এগিয়ে
১২. বরোদা – বিজেপির হেভিওয়েট প্রার্থী যোগেশ্বর দত্ত কংগ্রেসের থেকে ১২৪ ভোটে এগিয়ে
১৩. বারওয়ালা – বিজেপি জেজেপির থেকে ২৪১ ভোটে এগিয়ে
১৪. বাওয়াল – বিজেপির হেভিওয়েট প্রার্থী বানোয়ারি লাল জেজেপির থেকে ৫,৮৭৮ ভোটে এগিয়ে
১৫. বাওয়ানিখেড়া – বিজেপি কংগ্রেসের থেকে ১,৩৬২ ভোটে এগিয়ে

১৬. বেড়ি – কংগ্রেস বিজেপির থেকে ২১৬ ভোটে এগিয়ে
১৭. ভিওয়ানি – এগিয়ে বিজেপি, পিছিয়ে জেজেপি, ৬,৯২৫ ভোট
১৮. ডাবওয়ালি – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি, ৭,৩৯৩ ভোট
১৯. দাদরি – এগিয়ে বিজেপি হেভিওয়েট প্রার্থী ববিতা কুমারী, পিছিয়ে আরজেপি, ১,৩১৩ ভোট
২০. এলেনাবাদ – এগিয়ে কংগ্রেস হেভিওয়েট প্রার্থী অভয় সিং চৌটালা, পিছিয়ে বিজেপি, ৩,৭৪৩ ভোট

২১. ফরিদাবাদ – এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস, ৪৮০ ভোট
২২. ফরিদাবাদ এনআইটি – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি, ২,২৩৫ ভোট
২৩. ফিরোজপুর ঝিরকা – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি, ২৮,৬৮৮ ভোট
২৪. গানাউর – এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস, ৫,০৮৬ ভোট
২৫. গাড়িসাম্পলা কিলোই – এগিয়ে কংগ্রেস হেভিওয়েট প্রার্থী ভূপিন্দর সিং হুডা, পিছিয়ে বিজেপি, ১৪,৯৯২ ভোট

২৬. ঘারাউন্ডা – বিজেপি কংগ্রেসের থেকে ৭২৪ ভোটে এগিয়ে
২৭. গোহানা – লোকতন্ত্র সুরক্ষা পার্টি কংগ্রেসের থেকে ২,৭০৯ ভোটে এগিয়ে
২৮. গুহলা – এগিয়ে জেজেপি, পিছিয়ে কংগ্রেস, ৩৬৪ ভোট
২৯. নারাউন্ড – জেজেপি বিজেপির থেকে ১,৮২৮ ভোটে এগিয়ে
৩০. সামালখা – কংগ্রেস বিজেপির থেকে ৪,৪৬১ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!