এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > শেখ হাসিনা ও মহেশতলা যোগ বিজেপির বুদ্ধিজীবীদের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত

শেখ হাসিনা ও মহেশতলা যোগ বিজেপির বুদ্ধিজীবীদের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত


রাজ্যের সম্প্রতি হওয়া সন্ত্রাসমুখর পঞ্চায়েত নির্বাচন এছাড়াও একপাক্ষিক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূলের ভোটে জেতা,গণনাকেন্দ্রে ব্যালাটবক্স লুঠের মতো অপ্রীতিকর কান্ডে বিরোধীদের মতো ক্ষুব্ধ রাজ্যের বুদ্ধিজীবীমহলও। তাই রাজ্যে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে  এদিন সমস্ত মতোবিরোধকে উপেক্ষা করে তৈরি হয়েছিলো পশ্চিমবঙ্গ সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার মঞ্চ। বিজেপিশিবিরও অংশগ্রহণ করেছিলো তাতে। সকাল থেকে বিকেল অব্দি ব্যস্ততা ছিল ধর্মতলা রাণী রাসমণি রোডে হওয়া এই সভার আয়োজনের জন্য। কিন্তু হঠাৎ করেই এদিন উদ্যোক্তারা জানান যে সভা বাতিল করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন বাতিল করা হল বিজেপির বুদ্ধিজীবীদের সভা?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উওর জানা গেছে পশ্চিমবঙ্গ সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা মঞ্চের আহ্বায়ক ইন্দ্রজিৎ সিনহার কাছ থেকে। তিনি বললেন, একইমুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী মোদীজি এ রাজ্যে উপস্থিত। তার উপর চলছে মহেশতলা উপনির্বাচনের প্রচার। সবদিক ভেবেই স্থগিত করা হয়েছে এ সভা। একইসঙ্গে তিনি এটাও জানান যে, বিজেপির শীর্ষ স্থানীয়রা তাঁর অভিভাবকের মতো। তাঁদের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুন মাসে ফের আয়োজন করা যেতে পারে এ অনুষ্ঠানের। এমনটাই জানাচ্ছেন ইন্দ্রজিৎ সিনহা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!