এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাঁসখালি নিয়ে পদক্ষেপ বিজেপির, কড়া ভাষায় আক্রমণ ববির !

হাঁসখালি নিয়ে পদক্ষেপ বিজেপির, কড়া ভাষায় আক্রমণ ববির !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হাঁসখালি গণধর্ষণ কাণ্ড নিয়ে বর্তমানে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যারা গোটা ঘটনার তদারকি করে রিপোর্ট দেবে বলে খবর। আর এই পরিস্থিতিতে বিজেপির গঠিত এই কমিটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বিজেপির কমিটির কোনো মূল্য নেই বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন ফিরহাদ হাকিমকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বলেন, “আইনের চোখে বিজেপির কমিটির কোনো মূল্য নেই। ওরা কি করবে! এই ব্যাপারে সরকার বলতে পারে, আদালত বলতে পারে, কিন্তু বিজেপির রিপোর্টের কোনো সারবত্তা নেই।” পর্যবেক্ষকদের মতে, ফিরহাদ হাকিম এই কথা বলে বিজেপির চাপ বাড়িয়ে দিলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি যতই এই সমস্ত কমিটি করার চেষ্টা করুক না কেন, এইসব করে লাভের লাভ কিছুই হবে না‌‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!