এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাঁসখালির ঘটনায় ধামাচাপা কেন! মমতার অস্বস্তি বাড়ালেন হেভিওয়েট!

হাঁসখালির ঘটনায় ধামাচাপা কেন! মমতার অস্বস্তি বাড়ালেন হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হাঁসখালির গণধর্ষণের ঘটনা নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার পেছনে কি কি কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। আর তারপরেই বিরোধীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে নানা প্রতিবাদ শুরু হয়েছে। আর এবার গোটা বিষয়ে মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুজন চক্রবর্তীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে সিপিএম নেতা বলেন, “হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসল প্রশ্ন হল, কম বয়সী একটি মেয়েকে কেন ধর্ষিত হতে হলো! তাকে পুড়িয়ে মারা হলো, তাহলে মেয়েটি পুড়ে গেল কি করে! রাজত্ব তো মুখ্যমন্ত্রীর। উনিই তো বলেছেন, রাজ্যের সবাই তৃণমূল। তৃণমূলের নেতার ছেলে জড়িত। এই জন্যই কি তিন চারদিন পরে এরকম মারাত্মক ঘটনার পরেও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলল!”

বিশেষজ্ঞদের মতে, এই কথা বলে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, গোটা ঘটনায় তৃণমূলের নেতারা জড়িত জন্যই তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!