এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাসপাতালে অসুস্থতা কি বাড়ি ফেরার অছিলা, সম্পূর্ণ সুস্থ শোভনকে নিয়ে বাড়ছে জল্পনা!

হাসপাতালে অসুস্থতা কি বাড়ি ফেরার অছিলা, সম্পূর্ণ সুস্থ শোভনকে নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত 17 তারিখ নারদা কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে‌। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের জনপ্রতিনিধি হলেও, শোভন চট্টোপাধ্যায় বেশ কিছুদিন আগেই নাম লিখিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। তবে বিজেপি থেকেও তার মোহভঙ্গ হয়েছে।

তাই এই পরিস্থিতিতে তিনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধি, তা ঠিক মত বলতে পারছিলেন না কেউই। এদিকে শ্রীঘরে যাওয়ার পর থেকেই ক্রমশ অসুস্থ হতে শুরু করেন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে শোভনবাবুকে নিয়ে মাঝেমধ্যেই নাটকীয় পরিস্থিতি সামনে আসে। একদিকে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং অন্যদিকে তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দড়ি টানাটানি ক্রমাগত নাটকীয় মোড় নিতে থাকে।

আর এই পরিস্থিতিতে দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে নিয়ে আসেন শোভন চট্টোপাধ্যায়কে। যেখানে এসএসকেএম হাসপাতালে রেখে তাকে বিরক্ত করা হচ্ছিল বলে দাবি করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মূলত, আদালতের পক্ষ থেকে গ্রেপ্তার রত অবস্থায় চার অভিযুক্ত থাকলেও, তাদেরকে গৃহবন্দি অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপরেই ফিরহাদ হাকিমকে বাড়িতে নিয়ে আসা হয়।

তবে অসুস্থতার কারণে ছাড়া হয়নি মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু শোভনবাবুকে নিয়ে তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একাধিক অভিযোগ ছিল। শোভনবাবুর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে সরব হয়েছিলেন তিনি। আর এই পরিস্থিতিতে সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়িয়ে সেই শোভন চট্টোপাধ্যায়কে গোলপার্কের বাড়িতে নিয়ে আসেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আর বাড়িতে আসার পর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। হাসপাতালে তার অসুস্থতা নিয়ে এত অভিযোগ থাকলেও, কেন চটজলদি বান্ধবীর সাথে বাড়িতে এসেই সুস্থ হয়ে গেলেন শোভনবাবু! এখন সেটাই অনেকের মনে সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার হাসপাতাল থেকে রিস্ক বন্ডে সই করে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের বাড়িতে ওঠেন শোভন চট্টোপাধ্যায়।

আর সেখানেই শোভন চট্টোপাধ্যায়ের সেবা-শুশ্রূষা করছেন তার বান্ধবী বলে খবর। তবে হাসপাতালে দফায় দফায় শোভনবাবু অসুস্থ হয়ে গেলেও, বাড়িতে ফিরে শুধুমাত্র বান্ধবীর সুস্থতা পেয়ে কিভাবে তিনি চটজলদি সুস্থ হয়ে গেলেন? এদিন এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত ডাক্তার ডাকতে হয়নি। বাড়ির পরিবেশ ওনাকে অনেকটা শান্তি দিয়েছে। স্বাভাবিক আছেন। অক্সিজেন, লেবুলাইজার কোনো কিছুরই দরকার পড়েনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে, শোভন চট্টপাধ্যায়ের মানসিক শান্তি হয়েছে। আর সেই কারণে তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। তবে অনেকেই আবার শোভন চট্টোপাধ্যায়ের এই চটজলদি সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিতে শুরু করেছেন।

সমালোচক মহলের একাংশ বলছেন, শুধু শোভন চট্টোপাধ্যায় নয়, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্ররাও শ্রীঘরে যাওয়ার সাথে সাথেই অসুস্থ হতে শুরু করেছিলেন। অর্থাৎ অতীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের অনেকে জেলে যাওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। আর এবার নারদা কাণ্ডে গ্রেফতার হওয়া চারজনের মধ্যে তিনজন গ্রেপ্তার লাগাতার ভাবে অসুস্থ হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল।

অনেকেই বলেছিলেন, অসুস্থ হওয়াটাকে হাতিয়ার করে ছাড়া পেতে চাইছেন এই সমস্ত নেতা নেত্রীরা। আর এবার শোভন চট্টোপাধ্যায় হাসপাতলে অসুস্থ থাকলেও, বাড়ি ফিরে আসার সাথে সাথেই যেভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন, তাতে অসুস্থতা কি মুক্তি পাওয়ার অন্যতম হাতিয়ার! এখন সেই প্রশ্ন তুলে দিতে শুরু করেছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!