এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাসপাতালে যেতে অরাজি প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বললেন জেনে নিন

হাসপাতালে যেতে অরাজি প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বললেন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে রাজ্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট ব্যক্তিত্ব- কেউই এই করোনা থেকে রেহাই পাচ্ছেন না। দলবল নির্বিশেষে সমস্ত মানুষকে করোনায় আক্রান্ত হতে হচ্ছে। আর এবার করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এমনিতেই যথেষ্ট অসুস্থ তাই তাঁর করোনা হওয়ায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁর স্ত্রীও যেভাবে করোনা আক্রান্ত হয়েছেন, তা নিয়েও যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট অনীহা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

করোনায়  আক্রান্ত হবার পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসকরা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই সে ব্যাপারে রাজি হননি। সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্য নিজে জানিয়েছেন তিনি বাড়িতে অক্সিজেন সাপোর্টেই থাকেন, তাই হাসপাতলে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। আরও জানা গেছে, এই মুহূর্তে তিনি যথেষ্ট স্থিতিশীল রয়েছেন। তাঁর শরীরে নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি করোনার কারণে। ইতিমধ্যেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে রয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত তিন চার দিনে তাঁর একাধিক টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকরা চেয়েছিলেন করোনা হওয়ার কারণে তাঁর ফুসফুসে নতুন করে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা তা জানার জন্য হাসপাতালে ভর্তি করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসকদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। প্রসঙ্গত, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন যাবত সিওপিডি সমস্যায় ভুগছেন। গত কয়েক বছর ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য গৃহবন্দি রয়েছেন। মাঝে দুবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

সারাক্ষণই তাঁর বাড়িতে রাখা রয়েছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেনের সাপোর্টেই রাখা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। করোনা পরিস্থিতি যেভাবে বেড়ে চলেছে তা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সংক্রমণ আটকাতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা শোধরায়নি, বরং উদ্বেগ এখনো অব্যাহত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!