এখন পড়ছেন
হোম > জাতীয় > হাতছাড়া হয়েছে বাংলা,পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় তুলতে বড়সড় পদক্ষেপ বিজেপির

হাতছাড়া হয়েছে বাংলা,পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় তুলতে বড়সড় পদক্ষেপ বিজেপির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার বিধানসভা নির্বাচনে সাফল্য লাভ করতে পারেনি বিজেপি। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রাখা হলেও, মাত্র ৭৭ টি আসনে সাফল্য পায় বিজেপি। কিন্তু সামনেই রয়েছে উত্তরপ্রদেশ সহ পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে গেরুয়া ঝড় তুলতে আজ বড় পদক্ষেপ নিল বিজেপি। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এর নেতৃত্বে জাতীয় পদাধিকারীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো। জানা যাচ্ছে, এই বৈঠকে যোগদান করবেন জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশরীরে বা ভার্চুয়াল ভাবে এ বৈঠকে যোগদান করতে পারেন।

প্রসঙ্গত, অল্প সময় আগেই বিজেপির ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিল একেবারে খোলনলচে বদলে দিয়েছেন জে পি নাড্ডা। বহু নতুন ব্যক্তিত্বকে যেমন তিনি কাউন্সিলে এনেছেন তেমনি সরিয়ে দিয়েছেন বেশকিছু গুরুত্বপূর্ণ নেতাকেও। আর তারপরেই এবার এই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। জানা যাচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই এই বৈঠকে বিশেষ আলোচনা চলবে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের রণনীতি নিয়ে যেমন আলোচনা চলবে, তেমনি দলের প্রচারের বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বৈঠকে যোগদান করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের রূপরেখা নির্ধারণ করতে পারেন তিনি। প্রসঙ্গত, জে পি নাড্ডার সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম এত বড় মাপের একটি বৈঠক ডেকেছেন তিনি। করোনা সংক্রমনের কারণে অনেকদিন এরকম বৈঠক ডাকা সম্ভব হয়নি। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সমস্ত জাতীয় সভাপতি, সহ সভাপতি, মোর্চার প্রধান ও জাতীয় মুখপাত্ররা। এছাড়াও এই পাঁচটি রাজ্যের পদাধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নেতা অনুপম হাজরা বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন।

বিধানসভা নির্বাচনের রণনীতি যেমন এই বৈঠকে স্থির করা হবে, তেমনি আরও বেশ কিছু বিষয় নিয়েও বৈঠকে আলোচনা চলবে। দল ও সংগঠনের কিভাবে বিস্তার ঘটানো যায়? কিভাবে সমগ্র দেশবাসীকে দ্রুত করোনার ভ্যাকসিন দেওয়া যায়? ভ্যাকসিন বিষয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা কি? এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রের পরিকল্পনা কি? তা নিয়েও বৈঠকে আলোচনা চলবে। জানা যাচ্ছে, আজ বিকেলের দিকে সশরীরে বা ভার্চুয়াল ভাবে এই বৈঠকে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!