হঠাৎ বিস্ফোরণ রাজধানীতে, ছড়ালো তীব্র আতঙ্ক জাতীয় বিশেষ খবর January 30, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিকেলে দিল্লির এপিজে আবদুল কালাম রোডে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত জানা যায় নি। বিস্ফোরণের সময় পার্ক করা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই বিস্ফোরণে কোন আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল বিকেল পাঁচটায় দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে বাতিল করে দেয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর। গতকাল দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েলি দূতাবাসের সামনে অকস্মাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনাকে জঙ্গী হামলার চেষ্টা বলেই মনে করছে ইজরায়েল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইজরায়েলের সঙ্গে যোগাযোগ করছে ভারত। ইজরায়েলের রাষ্ট্রদূতকে পর্যাপ্ত নিরাপত্তা দেবার ব্যবস্থা করা হয়েছে। গতকালের ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বেশকিছু গাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। ঘটনার পর পৌঁছায় বোম্ব স্কোয়ার্ড ও ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ফরেন্সিক টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল ১০ জনের একটি ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে তদন্ত করেছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনা বিষয়ে তাঁরা জানিয়েছেন যে, এটি একটি ছোট বিস্ফোরণ ছিল। এই বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছিল কিনা? সে বিষয়ে তদন্ত চলছে। অনুমান, ফুটপাতের কাছে আইইডি লুকিয়ে রাখা থাকতে পারে। ঘটনার পর ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। পুরো এলাকা তৎক্ষণাৎ ঘিরে ফেলা হয়। এই বিস্ফোরণের অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। এই বিস্ফোরণের পর ইজরায়েলের বিদেশ মন্ত্রী গাবি আশকেনজাইয়ের সঙ্গে কথা বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, ঘটনাটিকে ভারতের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইজরায়েল দূতাবাসের সমস্ত কর্মী নিরাপদ ও সুরক্ষিত আছেন। যারা ঘটনায় দায়ী তাদের দ্রুত ধরার চেষ্টা চলছে। ইজরায়েল এই ঘটনাকে জঙ্গি হামলার চেষ্টা হিসেবে দেখছে। এ প্রসঙ্গে দিল্লি পুলিশের অতিরিক্ত জনসংযোগ আধিকারিক অনিল মিত্তল জানালেন যে, প্রাথমিক তদন্তে তিনি মনে করছেন, আতঙ্ক সৃষ্টির জন্য এমন বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে। এরফলে বাতিল করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর। আপনার মতামত জানান -