এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের নতুন করে বেসুরো নেতা, কারণ নিয়ে ধোঁয়াশা, একাধিক সম্ভাবনা নিয়ে জল্পনা!

ফের নতুন করে বেসুরো নেতা, কারণ নিয়ে ধোঁয়াশা, একাধিক সম্ভাবনা নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিজেপি শিবিরে এই মুহূর্তে যে বির্তকিত নেতার নাম এককথায় সামনে আসছে, তিনি হলেন সৌমিত্র খাঁ। বিভিন্ন বিষয়ে বিতর্ক তৈরি করেছেন তিনি। কিছুদিন আগেই রাঢ়বঙ্গকে আলাদা রাজ্য তৈরি করা নিয়ে তোলপাড় ফেলে দেন রাজ্য রাজনীতিতে। সে সময় তাঁকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে ডেকে পাঠানো হয় এবং সাবধান করা হয় বলে শোনা যায়। কিন্তু রাঢ়বঙ্গের দাবি আপাতত ছেড়ে দিলেও এবার ফেসবুক লাইভে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা এবং দিলীপ ঘোষ অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা রাজ্য রাজনীতিতে।

একইসাথে সৌমিত্র খাঁ এর কারণে গেরুয়া শিবিরে শুরু হয়েছে তীব্র অস্বস্তি। প্রশ্ন উঠেছে সৌমিত্র খাঁ এর হঠাৎ করে এ ধরনের আচরণ করার কারণ কি? আর সেই বিশ্লেষণে উঠে আসছে একের পর এক অনুমান। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, সৌমিত্র খাঁ এর এই আচরণের পেছনে মুকুল রায়ের হাত থাকার কথা পুরোপুরি অস্বীকার করা যায়না। কার্যত মুকুল রায়ের অন্যতম বিশ্বস্ত নেতা ছিলেন এই সৌমিত্র খাঁ। তবে মুকুল রায় চলে গেলেও সৌমিত্র খাঁ সেসময় মুকুলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে শুভেন্দুর বিরুদ্ধে এভাবে বিদ্রোহ করলেন কেন? গেরুয়া শিবিরেও এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে অনেকেই মনে করছেন, সৌমিত্র খাঁ এবার বোধহয় তৃণমূলের দিকে পা বাড়াতে চলেছেন। আর তাই নিজের রাস্তা পরিষ্কার করতে এই ধরনের আচরণ। প্রসঙ্গত গেরুয়া শিবিরের গুঞ্জন, কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণের ক্ষেত্রে নাম উঠেছিল সৌমিত্র খাঁয়ের। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। বরং এগিয়ে গেলেন 2019 এ বিজেপির হাত ধরা নিশীথ প্রামাণিক। এখানেই হয়তো সৌমিত্র খাঁ এর পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুক পোস্টের হাত ধরে। বিজেপিতে সৌমিত্র খাঁ কে অবশ্য যুব মোর্চার সভাপতির মতন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। কিন্তু সেই পদ হয়তো কোনভাবে খুশি করতে পারেনি তাঁকে। আর তাই প্রকাশ্যে যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সৌমিত্র খাঁ ফেসবুক লাইভে রীতিমতো জানিয়েছেন, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে ক্রমাগত ভুল বোঝাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এ ধরনের কথা বলার কারণ কি? দুটি সম্ভাবনার কথা সামনে আসছে। একটি হলো বিজেপিতে আসার পর এত কম সময়ে শুভেন্দু যে বিপুল জনপ্রিয়তা পাবেন তা সৌমিত্র ভাবেননি। আর দ্বিতীয়তঃ হল, বিজেপিতে আর থাকতে পারছেন না সৌমিত্র। তাই এবার হয়তো তৃণমূলের যাওয়ার ভাবনা মাথাচাড়া দিয়েছে। আর এখানেই ইঙ্গিতপূর্ণ হয়ে উঠেছেন মুকুল রায়। কার্যত অনেকেই মনে করছেন, পুরোটাই হচ্ছে মুকুল রায়ের অঙ্গুলিহেলনে। মুকুল রায় যখন তৃণমূলে আসবেন, ঠিক তার অব্যবহিত আগেই সৌমিত্র খাঁকে দেখা গিয়েছিল মুকুল রায়ের সঙ্গে জরুরি বৈঠকে।

সৌমিত্র খাঁ বারংবার দাবি করছেন তিনি বিজেপি ছেড়ে কোথাও যাবেননা। তবে রাজনীতি সবসময়ই সম্ভাবনাময়। কখন কি হতে পারে, তা নিয়ে কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলা যায়না। সৌমিত্র খাঁ এর স্ত্রী যিনি ঘোরতর বিজেপি ছিলেন একসময় সেই সুজাতা খাঁ এখন তৃণমূলে চলে গিয়েছেন।  কার্যত সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়ে বেসুরো মন্তব্য করছেন অনেক বিজেপি হেভিওয়েট নেতাই। সেক্ষেত্রে অস্বস্তি বাড়ছে বিজেপির। আর এই নিয়ে কিন্তু ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আপাতত পরিস্থিতি সামলাতে বিজেপি নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!