এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হঠাৎ করেই বৈশাখী, রত্না একমত হয়ে কথা বললেন শোভন প্রসঙ্গে- রাজনৈতিক চমক নাকি!

হঠাৎ করেই বৈশাখী, রত্না একমত হয়ে কথা বললেন শোভন প্রসঙ্গে- রাজনৈতিক চমক নাকি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। দীর্ঘদিন পর শোভন, বৈশাখী তাঁদের পুরনো কেন্দ্র বেহালা পূর্বে সভা করে গেছেন। কিন্তু তারপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এবার বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে লড়তে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? কারণ, তিনি এখনো বিধায়ক পদ ছাড়েননি। এদিকে ভোট প্রায় সামনে এসে গেছে। শুধুমাত্র নির্বাচন কমিশনের পাকাপাকি ঘোষণা বাকি। তারমধ্যে যারা দল বদল করেছেন তাঁরা আবার শুরু করে দিয়েছেন টিকিট পাওয়ার হিসেব নিকেশ।

তবে বেহালা পূর্ব নিয়ে বিভিন্ন আলোচনার মধ্যেই বিধায়ক শোভন চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি ভোটে লড়বেন না। গত মঙ্গলবার শোভন-বৈশাখী বেহালায় সভা করতে যান এবং খুব স্বাভাবিকভাবেই শোভন হয়ে পড়েন আবেগপ্রবণ। কিন্তু এরপরেই শোভন ব্যক্তিগত স্তরে আগামী বিধানসভা ভোটে লড়বেন না বলেই জানিয়েছেন। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় শোভনের প্রাক্তন এবং বর্তমান- অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই প্রথম কোনো একটি ইস্যুতে দেখা গেল রত্না এবং বৈশাখী একই বিন্দুতে মিলিত হলেন। বৈশাখীর মতে, শোভন একজন দক্ষ রাজনীতিবিদ। তাই তাঁর সঠিক মূল্যায়ন হবে নির্বাচনে দাঁড়ালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপিতে যাওয়ার পর তৃণমূল থেকে বেহালা পূর্বের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। যদিও পরে বেহালার দায়িত্ব ছেড়ে দিয়ে শুধুমাত্র 131 নম্বর ওয়ার্ডে মনোনিবেশ করেন রত্না চট্টোপাধ্যায়, যেটি শোভনের ছেড়ে যাওয়া বলে জানা যায়। শোভন ও বৈশাখীর ‘বেহালা অভিযান’ নিয়ে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ করেছেন শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়। রত্না রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে-  ক্ষমতা থাকলে বেহালা একা আসার জন্য। তবে এদিন রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, শোভন নির্বাচনে দাঁড়াতে চাইছে না কেন? সে ক্ষেত্রে শোভনের বিরুদ্ধে তৃণমূলের অনুমতিক্রমে বেহালা পূর্ব কেন্দ্রে রত্না নিজেই দাঁড়াতে পারেন বলেও জানিয়েছেন।

তবে বেহালা পূর্ব যে রাজনৈতিক মানচিত্রে যথেষ্ট উল্লেখযোগ্য একটি স্থান সে কথা নিঃসন্দেহে বলা যায়। এবং একুশের বিধানসভা নির্বাচনে শোভন এবং রত্না যদি মুখোমুখি দাঁড়ান লড়াইতে, তাহলে তা যে অত্যন্ত আকর্ষনীয় হয়ে উঠবে রাজনৈতিক জগতে সে কথা বলাই বাহুল্য। তবে রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া দেননি শোভন কিংবা বৈশাখী। তবে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তাই বেহালা পূর্ব থেকে কে দাঁড়াতে চলেছেন, তা জানার জন্য যথেষ্ট কৌতুহল চলছে রাজনৈতিক মহলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!