এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > হঠাৎ করেই বিজেপি বিধায়কের ফোন নাম্বার ব্লক করে দেওয়া হল, মাথা চাড়া দিচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ

হঠাৎ করেই বিজেপি বিধায়কের ফোন নাম্বার ব্লক করে দেওয়া হল, মাথা চাড়া দিচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও আলোচনার শীর্ষে বিজেপি নেতা তথা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। কিছুদিন আগে বিশ্বজিৎ দাসকে নিয়ে তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে আলোচনা চালান বিশ্বজিৎ। যথারীতি বিশ্বজিৎ দাসের তৃণমূলে ফিরে যাওয়ার ব্যাপারে ব্যাপক জল্পনা শুরু হয়। যদিও সেই জল্পনা তিনি নিজেই ধামাচাপা দেন। তবে এবার বিশ্বজিৎ দাস নিয়ে এসেছেন নতুন অভিযোগ। জানা গিয়েছে, হঠাৎ করেই তাঁর দুটি ফোন নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে।

আর এই অভিযোগের ভিত্তিতেই বিশ্বজিৎ দাস দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে।শনিবার সকালে তিনি নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে পুরো ব্যাপারটি পরিষ্কার করেন এবং পাশাপাশি জানান, তিনি সংশ্লিষ্ট ফোন কোম্পানি এবং থানাতেও এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, গত 24 তারিখে রাত সাড়ে আটটা থেকে 25 তারিখ সন্ধ্যা সাতটার মধ্যে বিধায়কের ভোডাফোন এবং বিএসএনএলের দুটি নাম্বার ব্লক হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে যখন ফোন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে কৈফিয়ৎ চাওয়া হয়, তখন তাঁরা জানান, একটি অন্য নাম্বার থেকে ফোন করে বিধায়কের ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছিল, এবং দুটি ফোন নাম্বার সে কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কারা এই অভিযোগ জানিয়েছিল ফোন কোম্পানিতে, সে বিষয়ে চলছে ব্যাপক জল্পনা। এসব তথ্য সামনে আসার পরেই বিশ্বজিৎ দাস তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করলেও বিশ্বজিৎ দাস কিন্তু কারোর নাম করেননি।

উল্লেখ্য, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এর সঙ্গে দলের অন্যতম সাংসদ শান্তনু ঠাকুরের বিরোধ কিন্তু কারো অজানা নয়। এমনকি ঠাকুরনগরের অমিত শাহের সভায় বিশ্বজিতের আমন্ত্রণ পাওয়া নিয়েও বিতর্ক হয়। রাজনৈতিক মহলের অনেকেই দলীয় দ্বন্দ্বের ছায়া যেমন দেখছেন এই ঘটনায়, সেরকমই গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাজ্যের শাসকদলের প্রতি চক্রান্তের অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় বিতর্কের জল যে বহুদূর গড়াবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনীতির কারবারিরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!