এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ করেই মুকুলের ঘরে ভাঙন, তৃণমূলে খুশীর হাওয়া

হঠাৎ করেই মুকুলের ঘরে ভাঙন, তৃণমূলে খুশীর হাওয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে পা দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। মুকুলের হাত ধরে এক ঝাঁক তৃণমূল নেতা-কর্মী চলে গিয়েছিলেন বিজেপিতে। মুকুল সেসময় যে ভাঙন শুরু করেছিলেন তৃণমূলে, সেই ভাঙন এখনো অব্যাহত। পাশাপাশি মুকুল রায় তখন থেকেই গেরুয়া শিবিরে হয়ে উঠেছিলেন চাণক্য। তবে কিছুটা ব্যতিক্রম আছে। লোকসভা নির্বাচনের পরেই যেভাবে থেকে তৃণমূল থেকে দলবদলের হিড়িক লেগেছিল বিজেপিতে, তা কিছুদিনের মধ্যেই থেমে যায়। এবং পাল্টা বিজেপি থেকে দলে দলে তৃণমূলে ফিরে আসে লোকজন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগের ছবি কিন্তু অন্য কথা বলছে।

তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা কিন্তু ইতিমধ্যেই দল ছেড়ে চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। চলছে তৃণমূল নেত্রী তথা তৃণমূলের বিরুদ্ধে চড়া ভাষায় আক্রমণ। কিন্তু রাজনৈতিক মহলের আনাচে-কানাচে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে অন্য কথা। এতকিছুর মধ্যেও গেরুয়া শিবিরের বড়োসড়ো ফাঁক থেকে গেছে। যে ফাঁক দিয়ে আজ মুকুল রায়ের শ্যালক সৃজন রায় গেরুয়া শিবির থেকে ফিরে এলেন তৃণমূলে। এর আগেও কিছুদিন আগে সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ আচমকাই পালাবদল করে চলে আসেন তৃণমূলে। সুজাতা খাঁ এর দলবদলের খবর কিন্তু গেরুয়া শিবিরের কারোর কাছে ছিলনা বলে জানা গেছে।

এরকম বড়োসড়ো দুটি আঘাত কেন বিজেপিকে নিতে হলো, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা গেরুয়া শিবিরের অন্দরে। বুধবার মুকুল রায়ের ঘরে ভাঙন ধরিয়ে এক বছর আগে তৃণমূল থেকে চলে যাওয়া সৃজন রায় ঘরওয়াপসি করলেন। এক বছরের মধ্যেই তাঁর মোহভঙ্গ হলো বলে ধরে নেওয়া হচ্ছে। আর এখানেই বিশেষজ্ঞ মহলের দাবি, কোথাও না কোথাও কিছু না কিছু ভুল চাল দিয়ে ফেলছে গেরুয়া শিবির। অনেকেই মনে করছেন, শুভেন্দু এবং রাজীবকে পেয়ে গেরুয়া শিবির এই মুহূর্তে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছে। ফলস্বরূপ অন্য কারোর দিকে নজর পড়ছেনা। আর সেই রাস্তা দিয়ে গেরুয়া শিবিরে ফাটল ধরানোর অপেক্ষায় তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিতে যেমন মুকুল রায় আছেন, তৃণমূলেও সেরকম রয়েছেন আরেক চাণক্য প্রশান্ত কিশোর। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পরেই প্রশান্ত কিশোর মন্তব্য করেছিলেন, শুভেন্দুর সাথে আরো বেশ কয়েকজন গেরুয়া শিবিরে যাবেন। ঠিক তার কথা মিলে গেছে। অনেকেই কিন্তু চলে গেছেন। তলায় তলায় তৃণমূলও বসে নেই, কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশান্ত কিশোর নিয়েছেন ধীরে চলো নীতি। আর ধীরে ধীরে তৃণমূলত্যাগীরা আবার ফিরছেন। যদিও গেরুয়া শিবিরের তুলনায় তা কিছুই না। তবুও কোথাও না কোথাও একটু হলেও আশা জাগায় তৃণমূল শিবিরে।

2019 এ দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের পরে বিজেপির ভাঙ্গন শেষ হবার পর তৃণমূলের পাল্টা চালে বেশ কোণঠাসা হয়ে পড়েছিল গেরুয়া শিবির। এবার 2021 এও রকমই সেরকমই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা সেটাই এখন দেখার। তবে বর্তমানে যেভাবে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে লোক যাচ্ছে, তাতে তৃণমূল যে অনেকটাই পিছিয়ে থেকে একুশের বিধানসভা নির্বাচন শুরু করতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত রাজনীতির কারবারীরা। তবে আজকে যেভাবে মুকুল রায়ের ঘরে ভাঙন ধরালো তৃণমূল, তা কিন্তু রীতিমতো চিন্তা ধরাচ্ছে গেরুয়া শিবিরে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!