এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হঠাৎই প্রার্থী ঘোষণা মুকুল রায়ের, প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই

হঠাৎই প্রার্থী ঘোষণা মুকুল রায়ের, প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগেই এবার তৃণমূল ও বিজেপির বিভিন্ন নেতারা প্রার্থী ঘোষণা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। এবং তা বাংলার রাজনৈতিক মহলে তৈরি করছে চূড়ান্ত বিতর্ক। কিছুদিন আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকমই প্রার্থী নাম ঘোষণা করে হয়েছিলেন তীব্র রাজনৈতিক সমালোচনার মুখোমুখি। আর এবার কল্যাণ বন্দোপাধ্যায়ের পথেই হাঁটলেন বিজেপি নেতা তথা বঙ্গ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। জনসভা থেকেই মুকুল রায় হাওড়া উত্তরের প্রার্থী ঘোষণা করে দিলেন। যথারীতি রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছেন, মুকুল রায় কি তাহলে নিজের পছন্দের প্রার্থীকে তুলে ধরতে চাইছেন গেরুয়া শিবিরে?

সোমবার হাওড়াতে একটি দলীয় জনসভা থেকে মুকুল রায় হাওড়া উত্তরের বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিলেন। যথারীতি এই নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই শুরু হয়েছে তীব্র গুঞ্জন। মুকুল রায় এক্ষেত্রে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পছন্দ করেছেন এলাকার জনপ্রিয় বিজেপি নেতা উমেশ রাইকে। ইতিমধ্যেই হাওড়া বিজেপির তরফ থেকে কিন্তু মুকুল রায়ের কথাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহা জানিয়েছেন উমেশ রাইয়ের কথা আসলে বলতে চাননি মুকুল রায়। পাশাপাশি তিনি দাবি করেছেন, বিজেপিতে সকলেই নিঃস্বার্থভাবে কাজ করেন। তাই দলের স্বার্থ সবার কাছে আগে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সুরজিৎ সাহার এই ধামাচাপা দেওয়ার ঘটনাতেই গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব কিন্তু আরো স্পষ্ট হয়ে উঠছে। প্রসঙ্গত 2011 সালে উমেশ রায় হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন। তবে মনে করা হচ্ছে, হাওড়া উত্তরে মূলত অবাঙালি বাস বেশি। তাই সেখানে অবাঙালি ভোটারকে কাছে টানতে মুকুল রায়ের পছন্দের নাম যে আবঙালী বিজেপি নেতা উমেশ রাই হয়েছেন, সে কথা বলাই বাহুল্য। হাওড়া নিয়ে যখন তৃণমূলের অন্দরেও চলছে টালমাটাল অবস্থা, ঠিক সে সময় মুকুল রায়ের প্রার্থী ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আগেভাগে নাম ঘোষণা করে দিলেন মুকুল রায়। তবে এবার দেখার, হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র থেকে দলের পছন্দ না মুকুল রায়ের পছন্দ- কে প্রাধান্য পায় বেশী! তবে এবারের বিধানসভা নির্বাচনে হাওড়া যে অন্যতম যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে চলেছে শাসক-বিরোধী মহলে, সে কথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছে রাজ্যের ওয়াকিবহাল মহল। আর তাই হাওড়াকে নিজের করে পেতে মরিয়া ইতিমধ্যে দুই শিবির। সেক্ষেত্রে মুকুল রায়ের ঘোষিত প্রার্থী উমেশ রাই যদি প্রার্থী হিসেবে মনোনীত হয়ে হেরে যান, তাহলে কিন্তু পরোক্ষে মুকুল রায়ের ওপর গেরুয়া শিবিরের যে চাপ বাড়বে তা বলার অপেক্ষা রাখেনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!