“হাতে চুড়ি পড়ে বসে নেই” আর খড়্গপুরে ঢুকতে পারবেন না দিলীপ? হুশিয়ারি তৃণমূলের! তৃণমূল বিজেপি মেদিনীপুর রাজনীতি রাজ্য March 22, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে আসেন সেখানকার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আর সেই সময় তৃণমূলের পক্ষ থেকে তাকে বিক্ষোভ দেখানো হয়। যার পাল্টা দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দিয়ে বেশ কিছু কথা বলেন। আর তার সেই মন্তব্যকে নিয়েই রীতিমত রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। আর আজ সেই দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়েই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বসলেন খড়গপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার। তিনি বলেন, “তৃণমূল হাতে চুড়ি পড়ে বসে নেই। কাল তৃণমূল চাইলে দিলীপ ঘোষ খড়্গপুর থেকে বেরোতে পারতেন না। ভবিষ্যতে খড়্গপুরে আসতেও পারবেন না।” আপনার মতামত জানান -