এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাতে মাইক নিয়ে বিজেপি করবার জন্য ভুল স্বীকার ও তৃণমূলের জয় ধ্বনি বহু বিজেপি কর্মীর, অস্বস্তিতে গেরুয়া শিবির

হাতে মাইক নিয়ে বিজেপি করবার জন্য ভুল স্বীকার ও তৃণমূলের জয় ধ্বনি বহু বিজেপি কর্মীর, অস্বস্তিতে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে মাইক নিয়ে বিজেপি করবার জন্য ভুল স্বীকার করলেন ও তৃণমূলের জয়ধ্বনী করলেন একাধিক বিজেপি কর্মী। গত শুক্রবার বীরভূম জেলার বোলপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শুড়িপাড়ায় প্রায় ৫০ জন বিজেপি কর্মী একটি টোটোতে বিজেপির পতাকা লাগিয়ে মাইক হাতে নিয়ে প্রচার করলেন যে, বিজেপি করে তাদের অন্যায় হয়েছে। বিজেপি করে তারা কোনো সুযোগ-সুবিধা পাননি। বিজেপি হলো একটি ভাঁওতাবাজির দল। তাই তারা বিজেপি ছাড়ছেন। আবার, এরসাথেই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করলেন তারা।

বিক্ষুব্ধ বিজেপি সমর্থক মুকুল মন্ডল জানালেন যে, ১০ বছর ধরে তারা বিজেপি করছেন, এর আগে তারা তৃণমূলের সদস্য ছিলেন। বিজেপিতে থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি তাঁরা। বিধানসভা নির্বাচনের পর যে সমস্ত বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছেন, তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে দল কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু, তৃণমূলের পক্ষ থেকে তাদের ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তাই তারা ঠিক করেছেন যে, আর বিজেপি করবেন না। এবার তৃণমূলে যোগদান করবেন। নিজেদের ভুল বুঝতে পেরে প্রচারে নেমেছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, কিছুদিন আগে বীরভূম জেলার নানুরে তৃণমূলের এক দলীয় কার্যালয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য ও বেশকিছু কর্মী তৃণমূলে যোগ দিলেন। যারা শপথ বাক্য পাঠ করলেন যে, বিজেপি করে তাদের ভুল হয়েছিল, আমৃত্যু তাঁরা তৃণমূলে থাকবেন। আবার, গতকাল সাঁইথিয়াতে তৃণমূলের এক দলীয় কার্যালয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি তাপস সাহা ও ১০০ জনেরও বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান তুষার মন্ডলের নেতৃত্বে।

তৃণমূলে যোগ দেওয়া তাপস সাহা জানালেন যে, দলের কর্মীদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে শামিল হতে তৃণমূলে যোগদান করেছেন তিনি। এরপর পঞ্চায়েত প্রধান তুষার মন্ডল জানালেন যে, তাদের যথাযোগ্য মর্যাদা দিয়ে উন্নয়নের কাজে যুক্ত করা হবে। আবার, গতকাল লাভপুরের গোপডিহি গ্রামে ১০০ জনেরও বেশি বিজেপি কর্মী, সমর্থক তৃণমূলে যোগদান করেছেন বলে, জানা যাচ্ছে। বিধায়ক অভিজিৎ সিংহর নেতৃত্বে তাদের তৃণমূলে যোগদান।

এভাবে অনুব্রত মণ্ডলের গড়ে বারবার বিজেপির নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করছেন। কখনো মাইকিং করে ভুল স্বীকার করছেন, কখনো শপথবাক্য পাঠ করে যোগদান করছেন তৃণমূলে। যা দলের আশঙ্কা তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ জোর করে, ভয় দেখিয়ে বিজেপির নেতা-কর্মীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। এ প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানালেন যে, তৃণমূল ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের এই ধরনের প্রচারে বাধ্য করছে। প্রাণের ভয়ে বিজেপির কর্মী-সমর্থকেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চাইছেন। তবে, বীরভূম জেলাতে বিজেপির যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, তা মোকাবিলা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!