এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > হাত ছাড়া ঘাসফুল কতটা শক্তিশালী হবে? তৃণমূল ও কংগ্রেস নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে

হাত ছাড়া ঘাসফুল কতটা শক্তিশালী হবে? তৃণমূল ও কংগ্রেস নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিপুল জয় পাওয়ার পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন জাতীয় রাজনীতির দিকে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেছেন, তাঁর লক্ষ্য 2024 এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পতন এবং প্রধানমন্ত্রীর আসন থেকে মোদী শাসনের অবসান। আর সেই সূত্রে তিনি বারবার চাইছেন বিজেপি বিরোধী জোটকে একসাথে করতে। সেই অনুযায়ী বাংলার নির্বাচন জেতার পর তিনি দিল্লি গিয়েছিলেন। বৈঠক করেছিলেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে।

কিন্তু কয়েকদিন যেতে না যেতেই হাওয়া অন্যদিকে ঘুরতে শুরু করেছে। প্রসঙ্গত দেখা যাচ্ছে, বিভিন্ন রাজ্যে কংগ্রেস শিবিরে ভাঙন ঘটছে এবং সেই ভাঙনের হাত ধরে একাধিক কংগ্রেস নেতা নেত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে। পাশাপাশি রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে মোদি বিরোধী যুদ্ধে কি কংগ্রেসের বিকল্প হয়ে উঠতে চাইছে তৃণমূল? আর সেই প্রশ্নের উত্তর দিলো এবার তৃণমূল তাঁদের দলীয় মুখপত্রে। কার্যত কংগ্রেসকে একহাত নিয়ে রীতিমত রণক্লান্ত, ভারাক্রান্ত, অন্তর্দ্বন্দ্ব এবং দলীয় জটিলতার কারণে তাঁদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিকল্প হয়ে উঠছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার কারণ তাঁরাই হচ্ছে আসল কংগ্রেস। মঙ্গলবার দিল্লি গিয়ে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জানা যাচ্ছে, তিনি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই গেরুয়া শিবিরের বিরোধিতা করতে নির্দেশ দিয়েছেন দলকে। জাতীয় রাজনীতিতে তৃণমূল নিজের জায়গা যে ভালোমতন পোক্ত করে নিতে চাইছে, সেকথা স্পষ্ট। আর সেরকমই ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তৃণমূলের দলীয় মুখপত্রের সম্পাদকীয় প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে তৃণমূল শক্তি বাড়াচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, কংগ্রেসের হাত ছেড়ে দিলে জাতীয় রাজনীতিতে কিন্তু তৃণমূল ঝুঁকি নিয়ে ফেলবে। কংগ্রেস পিছিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় রাজনীতিতে তাঁদের প্রভাব যথেষ্ট বিদ্যমান। এই একই কথা কিন্তু বলেছেন তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরও। অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগোচ্ছেন, তাতে মোদি বিরোধিতায় কতটা সফল হবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!