এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ করে দুর্ঘটনার কবলে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তীব্র উদ্বেগ শাসক শিবিরে

হঠাৎ করে দুর্ঘটনার কবলে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তীব্র উদ্বেগ শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। গতকাল বিকেলে মায়ের অসুস্থতার খবর পেয়ে, তাঁর চিকিৎসার জন্য বাড়ি যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। গতকাল বিকেল চারটে বেজে দশ মিনিটে মেমারি-সাতগাছিয়া রোডে হঠাৎ করেই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ির সামনের ডান দিকের চাকাটি পাংচার হয়ে যায়। ফলে তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন এই বিপরীত দিক থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান সে স্থানে চলে আসে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই দুর্ঘটনায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও তাঁর গাড়িচালক ও বোলেরো পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। তবে, গাড়ির গতি কম থাকায় বড় আঘাতের হাত থেকে বেঁচে গেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তাঁর মায়ের শরীর খারাপ, মায়ের চিকিৎসা করাতে তিনি তাঁর কারজগ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সেসময় চলন্ত অবস্থায় গাড়ির সামনের চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, বড়োসড়ো কোন আঘাত লাগেনি। দুর্ঘটনায় হাতে চোট পেয়েছেন তিনি।

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ির দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। আহত মন্ত্রীকে সেখান থেকে তাঁর কাটোয়ার বাড়িতে পৌঁছে দিয়েছিল পুলিশ। এরপর কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁর। এখন তিনি বিপদমুক্ত রয়েছেন। অন্যদিকে, পিকআপ ভ্যানের চালককেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়েছে। গতকাল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর দুর্ঘটনার খবর যথেষ্ট উদ্বেগে ফেলে দেয় শাসক শিবিরকে। তবে, গাড়ির গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!