এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ করে দল ছাড়লেন হেভিওয়েট গোর্খা নেতা, পাহাড়ের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত

হঠাৎ করে দল ছাড়লেন হেভিওয়েট গোর্খা নেতা, পাহাড়ের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ ও দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর সমর্থক হেভিওয়েট গোর্খা নেতা বিনয় তামাং। তাঁর পদত্যাগের পর পাহাড়ের রাজনৈতিক মহলে বড়সড় পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর এই পদক্ষেপের পর পাহাড়ের রাজনীতিতে তাঁর পন্থী মোর্চা বলে আর কিছু অবশিষ্ট রইল না। কেন তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন? এ প্রসঙ্গে তিনি জানালেন যে, নির্বাচনের পরই তিনি ফলাফল নিয়ে আলোচনা করেছেন। পরাজয় স্বীকার করে নিয়েছেন তিনি। এ জন্য তিনি কারও উপর দোষ দিতে চান না। পাহাড় ও পাহাড়বাসীর সমর্থনে পদত্যাগ করছেন তিনি। এখন থেকে পাহাড়ে বিনয়পন্থী মোর্চা বলে আর কিছু রইল না। গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা দলের প্রতিষ্ঠাতা সদস্য বিমল গুরুংয়ের কাছে সম্মানের সঙ্গে তুলে দেবেন তিনি।

এ প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা অনিত থাপা জানালেন যে, গণমাধ্যমের কাছে এ সংবাদ শুনতে পেয়েছেন তিনি। এতে তিনি স্তম্ভিত। কেন এই পদক্ষেপ নিয়েছেন বিনয় তামাং? তা তিনি জানেন না। বৈঠকে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে কিছু বলতে পারবেন তিনি। অন্যদিকে, এ প্রসঙ্গে বিমল গুরুং জানালেন যে, দল গঠনের সময় থেকেই বিনয় তামাং ছিলেন একজন প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর অধিকার আছে। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ২০০৭ সালে যখন গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি হয়, সে সময় বিমল গুরুং ও বিনয় তামাংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে, ২০১৭ সালের সময় থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এই সময়ে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলনে নামেন গুরুং। যাকে সমর্থন করতে পারেননি তিনি। এরপর পাহাড়ের রাজনীতি থেকে বেশ কয়েক বছর অজ্ঞাতবাস নিয়েছিলেন বিমল গুরুং। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে আবার পাহাড়ের রাজনীতিতে ফিরে আসেন বিমল গুরুং, সমর্থন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কিন্তু বিমল গুরুং ও বিনয় তামাংয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়নি। তাদের মধ্যে বিরোধের কারণে গোর্খা জনমুক্তি মোর্চা দুটি শিবিরে ভাগ হয়ে যায়। বিমল গুরুংকে কিছুতেই জায়গা ছেড়ে দিতে রাজি হননি বিনয় তামাং। ভোটের আগে ও ভোটের পরে বিরোধ চলছে থাকে এই দুই শিবিরের। আর এবার দল ত্যাগ করলেন বিনয় তামাং। তাঁকে নিয়ে শুরু হলো একাধিক জল্পনা। অনেকে মনে করছেন, বিমল গুরুংয়ের শিবিরে যোগদান করতে পারেন তিনি। আবার গোর্খা ছেড়ে দিয়ে তিনি সরাসরি বিজেপির পথে পা বাড়াতে পারেন। তাঁর আগামী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!