এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ করে মুকুল রায়ের বাড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তবে কি এবার প্রত্যাবর্তনের পালা?

হঠাৎ করে মুকুল রায়ের বাড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তবে কি এবার প্রত্যাবর্তনের পালা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে প্রথমে বেসুরো হওয়া, তারপর তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আর বিজেপিতে যোগদান করে খুব অল্প সময়ের মধ্যে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁর সক্রিয়তা উধাও। দলের বৈঠকে যেমন তাঁকে উপস্থিত হতে দেখা যাচ্ছে না, তেমনি একাধিকবার দলের সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়াতে। তৃণমূলের একাধিক নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করতে দেখা যাচ্ছে তাঁকে। যা থেকে তৃণমূলে ফেরার জল্পনা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে গতকাল মুকুল রায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে যোগদান করলেন তিনি। জানালেন, মুকুল রায়ের মৃত স্ত্রীর আত্মার শান্তি কামনায় সেখানে গিয়েছিলেন তিনি।

গতকাল মুকুল রায়ের বাড়িতে বিজেপি নেতা সব্যসাচী দত্তর সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। যদিও রাজনীতি নিয়ে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। গতকাল তিনি জানান, রাজনীতিতে কখনো কখনো চুপ থাকতে হয়। মুকুল রায়কে তিনি অনেকদিন ধরে চেনেন। তাঁর স্ত্রীর সঙ্গেও তাঁর পরিচয় ছিল। অনেক কথা হয়েছে তাদের। কৃষ্ণা রায় যখন অসুস্থ ছিলেন, সেসময় হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তিনি। আজ সেখানে গিয়েছেন তাঁর আত্মার শান্তি কামনা করতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি তেমন গুরুত্ব দিয়ে দেখেন নি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, পারিবারিক, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যে কেউ আসতেই পারেন। এই সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে সিপিএম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়েছেন সিপিএমের সেই জুতোতেই। কিন্তু তাঁরা এরকম সমস্ত কিছুর মধ্যে এরকম রাজনীতি খুঁজছেন না।

গতকাল সামাজিক উদ্দেশ্যেই মুকুল রায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটলেও, মুখে রাজনীতির কথা না বললেও তাঁর এই পদক্ষেপের মধ্যে তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা দেখতে পাচ্ছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকেরা। নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার চেষ্টায় আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের বৈঠক গুলিতে যেমন তিনি উপস্থিত হচ্ছেন না, তেমনি বিভিন্ন সময়ে দলের সমালোচনা করে দলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!