এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হঠাৎ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো রাজভবনে? কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা

হঠাৎ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো রাজভবনে? কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে তলব করা হয়েছে রাজভবনে। জানা যাচ্ছে আজ শুক্রবার বিকেল চারটার সময় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, রাজ্যপালই তাঁকে ডেকে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর আজ সকালে টুইট করে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করবেন। রাজ্যপালের উদ্যোগে তাঁদের এই সাক্ষাৎ হতে চলেছে।

এভাবে হঠাৎ করে কেন তাঁদের এই সাক্ষাৎ, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে রাজ্যপাল বা স্পিকার দুজনের নিরুত্তর রয়েছেন। এদিকে সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে সঙ্ঘাত বেধেছে স্পিকারের। তাই এই আবহে দাঁড়িয়ে তাঁদের এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে স্পিকারের সংঘাত বাঁধতে দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত মাসে বিধানসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যেখানে তিনি জানিয়েছিলেন যে, স্পিকার পদের অপমান করেছেন। আবার বিধানসভার অধিবেশনের শুরুতে রাজ্যপালের সম্প্রচার কেন বন্ধ করা হয়েছিল? তার কারণও জানতে চেয়েছিলেন রাজ্যপাল এই চিঠিতে। রাজ্যপাল জানিয়েছিলেন, বিধানসভায় এভাবে তাঁর ভাষণ বন্ধ করে দেওয়া জরুরি অবস্থার মতো ঘটনা।

আবার, রাজ্যপালের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, বিধানসভার বহু বিলকে অকারণে আটকে রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আবার ইতিপূর্বে, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান পদে নিয়োগের কারণে স্পিকারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কদের। আর এরপরই আজ বৈঠক হতে চলেছে রাজ্যপালের সঙ্গে স্পিকারের। তাঁদের এই বৈঠকের দিকে লক্ষ্য রয়েছে রাজ্যের রাজনীতি মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!