এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ শুভেন্দু অধিকারীকে তলব সিআইডির, বিস্ফোরক মন্তব্য রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

হঠাৎ শুভেন্দু অধিকারীকে তলব সিআইডির, বিস্ফোরক মন্তব্য রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিআইডি। আগামীকাল তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছে। শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ততে তলব করা হয়েছে তাঁকে। এরপর শুভেন্দু অধিকারীর ব্যাক্তিগত গাড়িচালক শম্ভু মাইতিকেও তলব করেছে সিআইডি। এরপর তাঁর অপর এক ঘনিষ্ঠ সঞ্জয় শুক্লাকেও তলব করা হয়েছে। এই দু’জনকে তলব করা হয়েছে আগামী মঙ্গলবার।

শুভেন্দু অধিকারীকে হঠাৎ সিআইডির তলব নিয়ে বিস্ফোরক গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবার এ বিষয়ে বক্তব্য রাখলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের পরিবহনমন্ত্রী জানালেন, তদন্তের কারণে যে কাউকে ডেকে পাঠানো যেতেই পারে। সিআইডিকে তদন্ত করার অধিকার দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। আদালত সব কিছু দেখবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব ভবানীপুরে উপ নির্বাচন করার আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। তিনি জানিয়েছিলেন, ভবানীপুরে উপ নির্বাচন না হলে রাজ্যের সাংবিধানিক জটিলতা তৈরি হবে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, মুখ্যসচিব এরকম কথা বলতে পারেন না। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী জানালেন যে, মুখ্যসচিব নিজের বক্তব্য নির্বাচন কমিশনকে জানাতে পারেন। তিনি মনে করছেন না, এতে কোন জটিলতা তৈরি হয়। মুখ্যসচিবের অবজারভেশন নির্বাচনের ক্ষেত্রে জরুরি। সমস্ত রাজ্যের মুখ্যসচিব নিজেদের মতো করে তা দিয়েছেন। এ রাজ্যের মুখ্য সচিব তা জানিয়েছেন। দলের পক্ষ থেকে বারবার নির্বাচন করার কথা বলা হয়েছিল। বাংলার মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সঠিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!