এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > হাথরস নিয়ে প্রতিবাদে মুখর মমতা, অথচ কামদুনি কাণ্ডে সাজা হল না ৭ বছরেও! নতুন করে উঠছে ঝড়!

হাথরস নিয়ে প্রতিবাদে মুখর মমতা, অথচ কামদুনি কাণ্ডে সাজা হল না ৭ বছরেও! নতুন করে উঠছে ঝড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভিন রাজ্য হোক বা এই রাজ্য সব জায়গাতেই দৃশ্যপট একই- মেয়েদের ওপর চূড়ান্ত অত্যাচার। সম্প্রতি হাথরাসের ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে সারা দেশ এখনো। ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙ। পশ্চিমবঙ্গ থেকেও হাথরাসের ঘটনা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন। সেইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তিনি। কিন্তু এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাত বছর আগের হয়ে যাওয়া মর্মান্তিক ঘটনা আরো একবার তুলে আনলেন উত্তর 24 পরগনার কামদুনির বাসিন্দারা।

এদিন কামদুনি কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামলেন এলাকার বাসিন্দারা। প্রতিবাদী মঞ্চ তৈরি করে কামদুনি কাণ্ডে নিহতের ভাইরা এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বলে জানা গেছে। অভিযোগ উঠছে, কামদুনি কাণ্ডে অভিযুক্তরা সাত বছর পরেও সাজা পায়নি। উপরন্তু হাইকোর্টে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় দোষীরা কবে সাজা পাবে তা নিয়েও কোনো নিশ্চিত দিশা নেই। স্থানীয় সূত্রে খবর, 2013 সালের 7 জুন কামদুনির এক কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়।

সেই ঘটনায় 2016 সালে নগর দায়রা আদালতে যারা দোষী সাব্যস্ত হয়, তাঁদের মধ্যে তিন জনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় সেই সময়। কিন্তু দোষীরা এই রায়ের পর হাইকোর্টের দ্বারস্থ হয়। এখনো পর্যন্ত এই কেস হাইকোর্টে বিচারাধীন। অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে প্রতিবাদ জানাতে এদিন দুপুর দুটোয় কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্যরা কামদুনি মোড়ে উপস্থিত হন। সেখান থেকে নিগৃহীতার মূর্তিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। এরপর কামদুনি মোড় থেকে মৌন মিছিল করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মিছিলে নিগৃহীতার দুই ভাই ছাড়াও টুম্পা কয়াল, মৌসুমি কয়াল, প্রদীপ মুখোপাধ্যায়, সমীর আইচ, শাশ্বতী ঘোষ প্রমুখরা এবং কামদুনীর বেশীরভাগ বাসিন্দারা। অন্যদিকে মৌসুমী কয়াল এদিন অভিযোগ করেন, 2016 সাল থেকে কামদুনির ঘটনা নিয়ে এখনো কেস চলছে। কিন্তু ইতিমধ্যে দিল্লিতে নির্ভয়া কেস এর সাজা অনেক দ্রুত কার্যকর হয়েছে। একইভাবে তিনি মুখ্যমন্ত্রীর দিকে দ্বিতীয় প্রশ্ন তুলেছেন, যখন হাথরাসের ঘটনায় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে মিছিল করছেন, তখন মুখ্যমন্ত্রী কামদুনি সহ অন্যান্য জায়গা নিয়ে কেন চুপ রয়েছেন?

নারী নির্যাতন একটি ঘৃণ্য অপরাধ। তাই যে রাজ্যেই তা হোক না কেন, অবিলম্বে শাস্তি হওয়া উচিত বলে মনে করছে কামদুনির বাসিন্দারা। প্রসঙ্গত, 2013 সালের কামদুনির ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে এলাকায় গিয়ে জানিয়েছিলেন, 15 দিনের চার্জশিট দেওয়া হবে এবং এক মাসের মধ্যে সাজা ঘোষণা হবে। কিন্তু দীর্ঘদিন কেস চলার পরেও এখনো পর্যন্ত দোষীদের কোন রকম শাস্তি হয়নি। অভিযোগ জানানো হচ্ছে, হাইকোর্টের বারবার এজলাস পরিবর্তন হলেও মামলার অগ্রগতি হচ্ছে না। এবার দেখার, দীর্ঘদিন পরে কামদুনির ঘটনা আবারও সামনে আসার পর রাজ্য সরকার এই মামলায় কী ভূমিকা গ্রহণ করে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!