এখন পড়ছেন
হোম > জাতীয় > হাথরাসের নারকীয় ঘটনার প্রতিবাদ নয়, রাজনীতি করতে যেতে চাইছে বিরোধীরা, বেফাঁস মন্তব্য বিজেপি মন্ত্রীর!

হাথরাসের নারকীয় ঘটনার প্রতিবাদ নয়, রাজনীতি করতে যেতে চাইছে বিরোধীরা, বেফাঁস মন্তব্য বিজেপি মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি উত্তরপ্রদেশে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। এক তরুণীকে গণধর্ষণ করে তার দেহ পুলিশের পক্ষ থেকে পরিবারের হাতে না দিয়ে সৎকার করে দেওয়া হয়েছে। যারপরেই হাথরাসের ঘটনা নিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার কড়া নিন্দা করা হচ্ছে। ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলনে নামতে দেখা গেছে বিরোধীদের। আর এই পরিস্থিতিতে বিরোধীদের হাথরাসের নারকীয় ঘটনা নিয়ে প্রতিবাদে নামার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সূত্রের খবর, এদিন তিনি বলেন, “জনগণ বুঝতে পেরেছে কংগ্রেস হাথরাসে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে নয়। বরং ঘটনাটি নিয়ে রাজনীতি করতে চাইছে।” স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এবার তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলের। একাংশ বলছেন, বিরোধীরা অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নামবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা নিয়ে যেভাবে প্রশ্ন তুলে বিরোধীদের আচরণের পরিপ্রেক্ষিতে সরব হতে দেখা গেল বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীকে, তা নিঃসন্দেহে ব্যাপক বিতর্কের সৃষ্টি করল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ঘাস কাটছিলেন এই তরুণী। কিছুক্ষণ পর ঘাসের বালতি নিয়ে ভাই বাড়ি ফিরে গেলেও, তখনও পর্যন্ত মাঠে কাজ করছিলেন তিনি। এদিকে ঘাস কাটতে কাটতে মায়ের থেকে কিছুটা দূরে চলে যান তরুনী। আর তারপরই তাকে দেখতে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে খোঁজ চালানো শুরু হয়। আর এরপরই পরিবারের লোকেরা দোপাট্টা জড়ানো অবস্থায় বাজরা ক্ষেতের মধ্যে সেই তরুণী ক্ষতবিক্ষত দেহ দেখতে পান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ, চার থেকে পাঁচজন উচ্চবর্ণের যুবক ওই মেয়েকে তুলে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে তরুনীর ঘাড়ের হার এবং শিরদাঁড়া ভেঙে যায়। এরপর টানা 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যু হয় সেই তরুণী। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তরুণীর দেহ পুলিশের হাতে তুলে দিয়ে তার সৎকার করে দেওয়া হয়। যার পরেই কেন তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। ইতিমধ্যেই এই বিষয়ে সরব হতে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে।

কিন্তু এবার সেই ব্যাপারে কেন বিতর্কিত মন্তব্য করলেন স্মৃতি ইরানি! বিরোধীরা প্রতিবাদ করলে কেন তাকে এভাবে অন্য কোনো দিকে নিয়ে গেলেন বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী? জানা গেছে, কংগ্রেসের প্রতিবাদ নিয়ে এদিন আক্রমণাত্মক মন্তব্য করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, “কংগ্রেসের কৌশলগুলি সচেতন জনগণ বুঝে গিয়েছে‌। সেই কারণে গত লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন তারা। জনগণ বুঝেছেন কংগ্রেসের হাথরাস ভ্রমণ তাদের রাজনীতির জন্য ভূক্তভোগীর প্রতি। ন্যায়বিচারের জন্য নয়।” তবে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বিরোধীদের আন্দোলন কিভাবে খাটো করার যে তত্ত্ব খাড়া করলেন স্মৃতি ইরানি, তাতে তার এই মন্তব্যতে এখন ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!