এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাথরস কাণ্ডের প্রতিবাদে মন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের মিছিলে ব্যান্ড বাজিয়ে নাচ, জোর অস্বস্তি শাসকদলে

হাথরস কাণ্ডের প্রতিবাদে মন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের মিছিলে ব্যান্ড বাজিয়ে নাচ, জোর অস্বস্তি শাসকদলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার উত্তরপ্রদেশের দলিত নির্যাতিতা তরুণীকে গণধর্ষণ করে মেরে ফেলার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভায় ব্যান্ড পার্টি নিয়ে নাচকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ল। উত্তরপ্রদেশের হাথ্রাতে দলিত তরুণীকে গণধর্ষণ করে মেরে ফেলার ঘটনা গোটা দেশে নজর কেড়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন।

2021 এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের এই ঘটনাকে ইস্যু করে বাংলায় বিজেপিকে চাপে রাখতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিজেপি পশ্চিমবঙ্গের নারী নির্যাতন নিয়ে এত বেশি প্রশ্ন তোলে, সেখানে তাদের পরিচালিত রাজ্যে কেন এই রকম ঘটনা ঘটল! তা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার তৃণমূলের সেই আন্দোলন নিয়েই ব্যাপক প্রশ্ন উঠে গেল।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের এই ঘটনা ঘটার পরেই দলকে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে বিভিন্ন ব্লক এবং শহর তৃণমূলের পক্ষ থেকে এই নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। কিন্তু সেই মিছিলের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ল। যেখানে দেখা গেছে, তৃণমূলের এই প্রতিবাদ মিছিলে ব্যান্ড পার্টি নিয়ে নাচ করছে কিছু কর্মী সমর্থক‌।

স্বাভাবিকভাবেই যে তৃণমূল নারী নির্যাতন নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, সেখানে এত বড় স্পর্শকাতর’ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কেন তারা ব্যান্ড পার্টি ব্যবহার করলেন এবং নৃত্য প্রদর্শন করলেন, তা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই তৃণমূলের এই প্রতিবাদ মিছিল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, এক নির্যাতিতা সমর্থনে মিছিল করলেও কেন এইভাবে সেখানে উল্লাস প্রদর্শন করল শাসক দলের কর্মী সমর্থকরা? তাহলে কি শুধুমাত্র তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ময়দানে নেমেছে? এক্ষেত্রে নির্যাতিতার প্রতি বিন্দুমাত্র সহানুভূতির বদলে উৎসবে মজতে দেখা গেল তাদের!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত সৌমেন মহাপাত্র সেই গান-বাজনা শোনার পরেই সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়। তবে আগে থেকে কেন তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শুভবুদ্ধির উদয় হল না, তা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। নারী নির্যাতনের ঘটনাকে যখন স্পর্শকাতর’ বলে দাবি করছে ঘাসফুল শিবির, তখন প্রতিবাদ মিছিলে উল্লাস প্রদর্শন করতে দেখা গেল তাদের! তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সব মহলে। অনেকে বলছেন, এই প্রথম নয়। এর আগেও কৃষি বিলের সমর্থনে একটি মিছিল ও তৃণমূল কর্মীদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

যার পরে কৃষকদের জন্য তৃণমূল লড়াই করবে বলে দাবি করলেও, প্রতিবাদ মিছিলে এইরকম নাচের ভিডিও নিয়ে তাদের উদ্দেশ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রশ্ন। আর এবার নারী নির্যাতনের মত স্পর্শকাতর ঘটনার প্রতিবাদে নামলেও, মন্ত্রীর উপস্থিতিতে সেখানে যেভাবে গান-বাজনা প্রদর্শিত হতে দেখা গেল, তা নিয়ে ব্যাপকভাবে চাপে পড়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এবার এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা যে ঘাসফুল শিবিরকে আরও বেশি করে চাপে ফেলতে তৎপর হবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!