এখন পড়ছেন
হোম > জাতীয় > হঠাৎ লোকসভার সচিবালয়ের চিঠি শিশির অধিকারীকে, জল্পনা তীব্র রাজনীতি মহলে

হঠাৎ লোকসভার সচিবালয়ের চিঠি শিশির অধিকারীকে, জল্পনা তীব্র রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভার সচিবালয় থেকে চিঠি দেওয়া হলো রাজ্যের দুই সাংসদ শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে। আগামী ১৫ দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে তাঁদেরকে। আর তাঁদের সঙ্গে সঙ্গেই চিঠি পাঠানো হয়েছে অন্ধপ্রদেশের সাংসদ রঘু রাম কৃষ্ণম রাজুকে। এখন তাঁরা কোন দলে রয়েছেন? সে কথা জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল যোগদান করেন বিজেপিতে। তৃণমূলের লোকসভার সাংসদ পদ ছেড়ে দেননি তিনি। এরপর শিশির অধিকারীকে বিজেপির মঞ্চে দেখা যায়। বিজেপির হয়ে প্রচারও করেছিলেন তিনি। তবে, এখনো পর্যন্ত সরাসরি বিজেপির পতাকা হাতে নিতে দেখা যায়নি তাঁকে। তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

স্পিকার জানিয়েছিলেন, এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হচ্ছে খুব শীঘ্রই। আর এর পরেই লোকসভার সচিবালয় চিঠি দেওয়া হলো এই দুই সাংসদকে। এদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের শুনানি হতে চলেছে আজ। আর তার পূর্বেই দলত্যাগ বিরোধী আইনের এর চিঠি দেওয়া হলো শিশির অধিকারীকে। অনেকে মনে করছেন, মুকুল রায়ের উপরে চাপ বাড়াতেই এই ধরনের চিঠি দেয়া হয়েছে শিশির অধিকারীকে। তবে এই চিঠিপ্রাপ্তির কথা অস্বীকার করেছেন শিশির অধিকারী। তিনি জানিয়েছেন এখনো তিনি এই চিঠি হাতে পাননি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!