এখন পড়ছেন
হোম > অন্যান্য > “আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওরা নির্দোষ। -হাতরাস কাণ্ডে দোষীদের নিয়ে মন্তব্য বিজেপি নেতার

“আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওরা নির্দোষ। -হাতরাস কাণ্ডে দোষীদের নিয়ে মন্তব্য বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কথায় বলে সমাজে ছেলে মেয়ে সমান সমান, তারা নাকি একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নতি কল্পে, দেশের উন্নতির স্বার্থে কাজ করার যোগ্য। তবে একথা কতটা কথার কথা, আর কতটাই বা সত্য সেকথা বিচার করার সময় হয়তো এসে গেছে। বস্তুত মেয়েরা যে সমাজে এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ নয়, সে কথাই প্রমাণ হয়ে আসছে। ফলত সমাজে মেয়েদের স্থান নিয়ে প্রশ্ন উঠছে। মেয়েদের অত্যাচারের কাহিনিতে যেখানে পুরুষতান্ত্রিক সমাজে বারবার অত্যাচারিত হতে দেখা গেছে মেয়েদের, শুধু তাই নয় পুরুষতন্ত্র কেবল মেয়েদের অত্যাচার করেই ক্ষান্ত হতে রাজি নয়, সমস্ত দোষও মেয়েদের ওপর চাপিয়ে দিতেই চায় তারা।

সম্প্রতি বর্তমানে যেখানে গোটা দেশ হাতরাশ কান্ডের বিচার নিয়ে উত্তাল হয়েছে, সেখানে একজন রাজনৈতিক নেতার সম্প্রতি একটি মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলেই জানা গেছে। যাতে বর্তমান সমাজে মেয়েদের স্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে লিঙ্গ সাম্য সংবেদনশীলতা দূরে থাক, এমন অযৌক্তিক কথা অবাক করেছে সকলকে। সম্প্রতি উত্তরপ্রদেশের বাড়বাঁকি অঞ্চলের এক বিজেপি নেতার এমন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই হাতরাস কাণ্ডকে ভয়ঙ্কর ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। সাক্ষীদের ও মৃতার পরিবারের জন্য নিরাপত্তার কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আট অক্টোবরের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে জানাতেও বলা হয়েছে। অন্যদিকে প্রধান বিচারপতির মতে কোনও ভাবেই হাতরাসের ঘটনা থেকে নজর সরানো হবে না বলেই জানানো হয়েছে। সেই অবস্থায় বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তবের মতে হাতরাস কাণ্ডের মূল পাণ্ডাদের সঙ্গে নির্যাতিতার সম্পর্ক ছিল। তাই হাতরস কাণ্ডের চার অভিযুক্ত ধর্ষক নির্দোষ এবং সমস্ত দোষই নাকি নির্যাতিতার। আর তাঁর এই কথাই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

শুধু এতেই থেমে থাকেননি তিনি। তাঁর কথায়, নিশ্চয়ই ওদের সঙ্গে সম্পর্ক ছিল ওই মেয়েটির। ওই মেয়েটিই ওদের মাঠে ডেকে নেয়। তাই তাঁর মতে, এমন মেয়েদের এমন পরিণতিই হওয়া উচিৎ। তাঁর প্রশ্ন, এদের কখনও আখের খেতে, আবার কখনও ভুট্টার খেতে মৃতদেহ মেলে। কেন কখনও ধান বা গমের খেতে এদের দেহ পাওয়া যায় না? তাই এই বিজেপি নেতার দাবি এটি সম্মান রক্ষার্থে খুন বা অনার কিলিং। আর সেই জন্যই অভিযুক্তদের অবিলম্বে নিষ্কৃতি দিতে হবে।

সেই সঙ্গে তিনি নাকি গ্যারেন্টি দিয়ে বলছেন যে ওরা নির্দোষ। সময় মতো ছাড়া না পেলে ওরা মানসিক নির্যাতনের স্বীকার হবে বলেও আশঙ্কা করছেন তিনি। তাঁর অভিযোগ সরকার তখন ওদের ক্ষতিপূরণ দেবে তো? তবে শ্রীবাস্তবের এমন কথাতে, তাঁকে মহিলা কমিশনের চেয়ারম্যান ছেড়ে দিতে রাজি নন। তাঁর কথায়, উনি কোনও দলের প্রধান হিসেবে পরিগণিত হওয়ার যোগ্যই নন। তিনি অসুস্থ মানসিকতারই পরিচয় দিয়েছেন। ওঁকে অবিলম্বে নোটিস পাঠানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর নামে ইতিমধ্যেই ৪৪ টি অপরাধের মামলা চলছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!