এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হ্যাটট্রিকের প্রতিদান! উন্নততর বাংলা গড়ার লক্ষ্যে আমজনতাকে রত্নখচিত মন্ত্রীসভা উপহার মমতার

হ্যাটট্রিকের প্রতিদান! উন্নততর বাংলা গড়ার লক্ষ্যে আমজনতাকে রত্নখচিত মন্ত্রীসভা উপহার মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -বিজেপির বিরুদ্ধে লড়াই দিয়ে তৃণমূল কংগ্রেস ঠিক কত আসন নিয়ে এবার রাজ্যে ক্ষমতায় আসবে, তা অবশ্যই চর্চার বিষয় ছিল। এমনকি অনেকের মনে তৃণমূলের ক্ষমতায় আসা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে সকলের জল্পনা-কল্পনাকে কার্যত বিশবাঁও জলে ফেলে দিয়ে তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুর্বার করে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় যে সমস্ত কেন্দ্রের তৃণমূল জয়লাভ করবে না বলে দেখানো হয়েছিল, সেই সমস্ত জায়গা থেকেও বিজেপির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে।

আর মানুষ তৃতীয়বার তৃণমূলের প্রতি ব্যাপক সমর্থন দেওয়ায় এবার মন্ত্রিসভায় নতুন-পুরনো মিশিয়ে চমক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বেশ কিছু নতুন মুখের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু অভিজ্ঞ এবং পুরনো মুখ রাখা হয়েছে বলে খবর। বস্তুত, আজ সোমবার বেলা 11 টায় রাজ্য মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা।

জানা গেছে, 43 জনের একটি মন্ত্রিসভা তৈরি করা হয়েছে। যার মধ্যে বেশ কয়েকজন পোড়-খাওয়া রাজনীতিবিদ যেমন রয়েছে, ঠিক তেমনই প্রথম রাজনীতিতে পা রাখা অনেক ব্যক্তিত্বদের জায়গা দেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, দলের অনেক পুরনো সৈনিক হলেও এতদিন যাদের মন্ত্রিসভায় দেখা যায়নি, তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভায় সেই সমস্ত অভিজ্ঞ রাজনীতিবিদদেরও দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

কারা কারা থাকছেন রাজ্য মন্ত্রিসভায়? জানা গেছে, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, ব্রাত্য বসুদের মত অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হয়েছে। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিক জাবেদ আহমেদ খান, স্বপন দেবনাথ, শশী পাঁজা, মানস ভুঁইয়া, সিদ্দিকুল্লা চৌধুরী, সৌমেন মহাপাত্র, চন্দ্রনাথ সিংহদের মত ব্যক্তিদের রাজ্য মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হবে বলে খবর।

উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। এছাড়াও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানীও মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে খবর। এছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে নাম রয়েছে বঙ্কিমচন্দ্র হাজরা, পুলক রায় এবং রথীন ঘোষের মত হেভিওয়েট বিধায়কদের।

এদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যেও বেশ কিছু উল্লেখযোগ্য নাম সামনে রয়েছে। যার মধ্যে রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, সন্ধ্যারানী টুডু, সুব্রত সাহা, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, অখিল গিরি, রত্না দে নাগ, বুলু চিক, সাবিনা ইয়াসমিন এবং পরেশ অধিকারীর। প্রত্যাশা মতই প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবিরের নাম রাজ্য মন্ত্রিসভায় ঘোরাফেরা করছে।

এদিকে বেশকিছু সুপারস্টার তথা বিশিষ্ট ব্যক্তিদেরও মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছেন সাঁওতালি অভিনেত্রী বিরবাহা হাঁসদা এবং প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও দিলীপ মন্ডল, জ্যোস্না মান্ডির মত ব্যক্তিরা রাজ্য মন্ত্রিসভায় শপথ নিতে পারেন। এদিকে নতুন গঠিত এই মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন শিউলি শাহা এবং শ্রীকান্ত মাহাতোর মত বিধায়করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, অতীতের মত নয়। এবার একটু অন্যভাবেই নিজের মন্ত্রিসভা সাজাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত নতুন এবং অভিজ্ঞ ব্যক্তিদের যেমন নিজের মন্ত্রিসভায় রেখেছেন তিনি, ঠিক তেমনই বেশ কিছু সুপারস্টারকে আনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বেশকিছু দাপুটে এবং অভিজ্ঞ নেতাকেও রাজ্য মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, তৃণমূল নেত্রীর কাছে 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াইটা খুব একটা সহজ ছিল না। তবে সেই লড়াইয়ে সহজেই উত্তীর্ণ হয়ে ভবিষ্যৎ যাতে কোনোরকম ভাবেই তার কাছে কঠিন না হয়, তার জন্য সকল দিক সচেতনভাবেই সামাল দিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দায়িত্ব নেওয়ার পরই করোনা ভাইরাস সামাল দিতে নিজের কাজ শুরু করে দিয়েছেন তিনি।

তবে এবার রাজ্য মন্ত্রিসভা গঠনেও নিজের নতুন টিম যাতে চনমনে হয়, তার জন্য বেশ কিছু উল্লেখযোগ্য নাম সেই তালিকায় যুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নিজের সুবিধামত কাজ করতে এবং রাজ্যকে শীর্ষে পৌঁছে দিতে মন্ত্রীপদে নিজের পছন্দ এবং অভিজ্ঞ ব্যক্তিদের বসানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। তবে রাজ্য মন্ত্রিসভায় বেশকিছু নাম ঘোরাফেরা করলেও, শেষ পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবে কোন কোন বিধায়ক শপথ নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!