এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি সাংসদকে ব্যক্তি আক্রমণ করে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

হেভিওয়েট বিজেপি সাংসদকে ব্যক্তি আক্রমণ করে পোস্টার, অভিযুক্ত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ডিসেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূলে যোগদান করার পরেই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র খাঁ। এবার বিজেপি সংসদ সৌমিত্র খাঁর ব্যক্তিজীবনকে আক্রমণ করে কটাক্ষ ও পোস্টার ফেলা হলো। যে ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গতকাল কোন্নগরে বিজেপির পক্ষ থেকে এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। যেখানে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই মিছিলে তৃণমূলের সঙ্গে বিজেপির তরজা বাধে। গতকাল জোড়া পুকুর এলাকা থেকে চাঁপদানি পর্যন্ত ছিল বিজেপির বাইক মিছিল। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন সৌমিত্র খাঁ। তিনি গাড়িতে ছিলেন। তাঁর সঙ্গে বাইক নিয়ে মিছিলে যোগদান করেছিলেন বিজেপির কর্মীরা। তবে জোড়া পুকুর থেকে মিছিল কিছুদূর এগিয়ে যেতেই, জিটি রোডে কাছে একটি পেট্রলপাম্পের সামনে মিছিল রোধ করে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, এই মিছিলের অনুমতি নেয়া হয়নি। এরপর বাইক মিছিল থামিয়ে পদযাত্রার সিদ্ধান্ত নেন এই এলাকার বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। এরপর বিজেপির পদযাত্রা শুরু হলে সেখানে অকস্মাৎ উপস্থিত হন তৃণমূলের কর্মীরা। বিজেপির স্লোগানের পাল্টা স্লোগান শুরু হয়। এমনকি কালোপতাকা পর্যন্ত দেখানো হয় সৌমিত্র খাঁকে। এরপরই তৃণমূল বিজেপি কর্মীদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। সেসময় পুলিশের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তৃণমূল কর্মীদের অন্য রাস্তা দিয়ে বের করে দেয় পুলিশ।

অভিযোগ উঠেছে, এরপরে সৌমিত্র খাঁর ব্যক্তিজীবনকে কটাক্ষ করে গান গাইতে দেখা যায় তৃণমূল কর্মীদের। সৌমিত্র খাঁর ব্যক্তিজীবনকে ব্যঙ্গ করে তাঁর নামে নানা স্থানে পোস্টার ফেলা হয়। বিজেপির মিছিল বের হয়ে যাবার পর রাস্তায় গোবর জল দিতে, খৈ ছড়াতে দেখা যায় তৃণমূল কর্মীদের। গতকাল বিধায়ক প্রবীর ঘোষালকেও কালো পতাকা দেখানো হয়। বিভিন্ন স্থানে বিজেপি নেতাদের পোস্টারে কালি মাখিয়ে দেওয়া হয়।

গতকালের এই ঘটনা প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু জানিয়েছেন যে, তৃণমূল এমনিতেই হাতে কালি, মুখে কালি নিয়ে ঘুরছে। কালো ছাড়া তারা আর কি দেখতে? তাই কালো পতাকা দেখাচ্ছে, পোস্টারে কালো কালি দিচ্ছে। সৌমিত্র খাঁর ব্যক্তিজীবনকে নিয়ে কটাক্ষ প্রসঙ্গে তিনি জানালেন যে, যতখুশি ব্যঙ্গ করুক, আগামী বিধানসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবেন। গোহারা হারতে চলেছে তৃণমূল।

তবে এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের দাবি, গতকালের এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। বিজেপিতে পুরনো, মাঝারি ও নতুনদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই নিজেরাই দলের নেতাদের মুখে কালি মাখিয়ে দিচ্ছে। ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা হয়েছে। তিনি জানিয়েছেন, খারাপ কাজ করতে, খারাপ কথা বলতে বিজেপি ভালোবাসে। মানুষ খারাপ আচরণ পছন্দ করে না। তাই ওদের কেউ গ্রহণ করবেন না। সাধারণ মানুষ রুষ্ট হবেন, এমন কোন কাজ তৃণমূল কখনোই করেনা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!