এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনে বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রির অভিযোগে হেভিওয়েট বিজেপি নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

লকডাউনে বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রির অভিযোগে হেভিওয়েট বিজেপি নেতা পুলিশের হাতে গ্রেপ্তার


করোনা মহামারীতে রাজ্যে ঠিকমত লকডাউন পালন করা হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী দল বিজেপি। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় মদ বিক্রি করে সাধারণ মানুষকে বিপাকে ফেলা হচ্ছে‌। তবে বিজেপির এই অভিযোগ যে আর ধোপে টিকল না, তা প্রমাণ হয়ে গেল। সূত্রের খবর, এবার বেআইনিভাবে মদ মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপির এক যুবনেতাকে।

জানা গেছে, উত্তর 24 পরগনা বনগাঁর কালুপুর উনাই এলাকার বাসিন্দা পল্টু হালদারকে এদিন গ্রেপ্তার করা হয়েছে। বস্তুত, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই অনেক মদের দোকান বন্ধ রয়েছে। সূরা প্রেমীরা যার ফলে অতিষ্ঠ হয়ে উঠছেন। আর এই দূর্বলতার সুযোগ নিয়েই নিজের বাড়িতে বেআইনিভাবে মদের বোতল মজবুত করে সাধারণ মানুষের কাছে তা চড়া দামে বিক্রি করত এই যুবক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই খবর পেয়ে পুলিশ সেই পল্টু হালদারের বাড়িতে গিয়ে প্রায় 10 বোতল মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করে। আর বিজেপির যুব নেতা হয়ে যেভাবে মদ মজুত করে সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলেন পল্টু হালদার, তাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পাশাপাশি এই ঘটনায় ব্যাপক ভাবে চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বেশ কিছু এলাকায় পুলিশকে টাকা দিয়ে বেআইনি মদের রমরমা কারবার চলছে। তবে পুলিশের পক্ষ থেকে অবশ্য পাল্টা জানানো হচ্ছে, বেআইনি মদের রমরমা কারবার বন্ধ করতে তারা ইতিমধ্যেই কিছু জায়গায় বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে।

তবে এদিন যেভাবে লকডাউনের মুহূর্তে বিজেপির এক যুবনেতা বেআইনি মদের রমরমা কারবার এবং চড়া দামে বিক্রি করায় গ্রেফতার হলেন, তাতে রীতিমত শোরগোল তৈরি হয়েছে বনগাঁ এলাকাজুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!