এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী যোগ দিলেন বিজেপিতে ,জানুন বিস্তারিত

এবার রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী যোগ দিলেন বিজেপিতে ,জানুন বিস্তারিত


লোকসভা নির্বাচনে বিজেপির বাংলায় অভূতপূর্ব ফলাফলের পরই দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পড়ে যায়। তৃণমূলের হেভিওয়েট নেতা, বিধায়কদের পাশাপাশি রাজ্যের প্রাক্তন বাম সরকারের হেভিওয়েট নেতা, মন্ত্রীরাও গেরুয়া শিবিরের উত্তরীয় গলায় নিতে শুরু করেন।

আর তারই অঙ্গ হিসেবে এবার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বাম বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র ঘোষ যোগ দিলেন বিজেপিতে। বস্তুত, বামেদের পক্ষ থেকে বরাবরই বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে অভিযোগ করা হয়েছিল। কিন্তু প্রথম সেই বামফ্রন্ট থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন দলের অস্বস্তি বাড়িয়ে ছিলেন দক্ষিণ দিনাজপুরের একদা বাম নেত্রী মাফুজা খাতুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে হবিবপুরের বাম বিধায়ক খগেন মুর্মুকেও বিজেপিতে যোগ দিতে দেখা যায়। বর্তমানে তিনি উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। আর এবার সেই খগেন মুর্মু, মাফুজা খাতুনদের রাস্তাতেই হাঁটলেন হরিণঘাটার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র ঘোষ। জানা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি গ্রন্থাগার মন্ত্রীরও দায়িত্ব সামলেছেন এই বঙ্কিমবাবু।

সূত্রের খবর, এদিন কলকাতার এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বঙ্কিমচন্দ্র ঘোষের হাতে বিজেপির পতাকা তুলে দেন। তবে আগেভাগেই এই বঙ্কিম ঘোষকে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়ে দেন জেলা সিপিএমের সম্পাদক সুমিত দে।

এদিন তিনি বলেন, “শত্রুপক্ষের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগের অভিযোগে 7 জুলাই বঙ্কিমচন্দ্র ঘোষকে জেলা সম্পাদক মন্ডলী বহিষ্কার করেছে।” তবে সিপিএমের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, একেই তো বর্তমানে তাদের সংগঠনের বেহাল দশা, তারপর দক্ষ সংগঠক, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীরা যেভাবে তাদের ঘুম উড়িয়ে গেরুয়া শিবিরে যোগদান করছেন, তাতে তাদের অস্বস্তি বাড়ছে বৈ কমছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!