এখন পড়ছেন
হোম > রাজ্য > হেভিওয়েট মন্ত্রীর জায়গায় নতুন নেতাকে দায়িত্ব দিয়েও মিটছে না বিতর্ক, তীব্র অস্বস্তি শাসকদলের অন্দরে

হেভিওয়েট মন্ত্রীর জায়গায় নতুন নেতাকে দায়িত্ব দিয়েও মিটছে না বিতর্ক, তীব্র অস্বস্তি শাসকদলের অন্দরে

তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি দায়িত্বে আসার ১০ মাস কেটে গেলেও কর্মীদের নিয়ে এখনো সেভাবে বৈঠকে বসেননি তিনি,এমনটাই অভিযোগ উত্তম ঘোষের বিরুদ্ধে। দায়িত্বে আসার পরে গোনা কয়েকটা কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বেশ কিছু প্রতিবাদ মিছিল ছাড়া আরো কোনো দলীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় যোগদান নেই। এমনকি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসার সদিচ্ছাও দেখাননি তিনি। তাঁর এই আচরণে রীতিমতো অসন্তোষের শিকার তৃণমূল যুবকর্মীরা।

এই আচরণ নিয়ে জল্পনা শুরু হলে খবর পৌছায় উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সম্ভবন উপরমহল থেকে চাপ আসায় সমস্ত বিতর্ক এড়াতে দুর্গা পুজোর মুখে ব্লক ও টাউন নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন তিনি। কর্মীদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেন। তবে লোকসভা ভোটে বিরোধীদের রুখতে দলীয় রনকৌশল কী হবে,সে ব্যাপারে কোনো সঠিক দিশা দিতে পারেননি তিনি বৈঠকে। বৈঠকে গুরুত্ব হারিয়েছে দলীয় সংগঠন মজবুত করার বিষয়টিও। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রের খবরে।

চলতি বছরের জানুয়ারী মাসেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদার স্থলাভিষিক্ত করা হয়েছে উত্তম ঘোষকে। তারপর থেকে যৎসামান্য দলীয় কর্মসূচি ছাড়া টিকিটি দেখা যায়নি তাঁর। এই কারণে তাঁর বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ দলীয় কর্মীরা। এই ক্ষোভের কারণ দলে জল্পনা তুঙ্গে উঠলে খবর কানে যায় উত্তম বাবুর। লোকসভা ভোটের আগে নিজের পদ খোয়ানোর ভয়েই সম্ভবত দুর্গা পুজোর আগেই দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক ডাকেন।

১০ অক্টোবরের ওই বৈঠকে জেলার আটটি ব্লক ও টাউনের সভাপতিরা উপস্থিত ছিলেন। গঙ্গারামপুরের একটি ক্লাবে আয়োজিত ওই বৈঠকে দলীয় সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিতে কার্যত ব্যর্থ হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নতুন জেলা যুব সভাপতি। এমনটাই মনে করছেন দলীয় কর্মীদের একাংশ।

সংগঠনের জেলার কার্যকারী সভাপতি অম্বরীষ সরকার এ প্রসঙ্গে জানালেন, ১০ অক্টোবরের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। সংগঠনের সংগঠনের পক্ষ থেকে জেলাবাসীকে উৎসবের মরশুমে শুভেচ্ছা নিয়ে বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে। সেইমতো কাজও শুরু হয়েছে। যুব তৃণমূলের হিলি ব্লকের সভাপতি সুদীপ মহন্ত-র বক্তব্য,পদ পাওয়ার পর এই প্রথমবার দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন যুব সভাপতি।

সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে তিনি বিস্তারে কোনো আলোচনাই করেননি। শুধু উৎসবের মরশুমে জনসংযোগ বাড়ানোর কথাই বললেন তিনি। সেইমতো এলাকাবাসীর কাছে গিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দলের পক্ষ থেকে। অন্যদিকে,তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবী করলেন টিএমওয়াইসি’র জেলা সভাপতি উত্তম ঘোষ। দলের আভ্যন্তরীন বিষয়ে সমস্ত আলোচনা হয়েছে বলেই দাবী করলেন তিনি। সংবাদমাধ্যমকে এ দলীয় অন্দরের কোনো খবর জানাতে নিজের অনিচ্ছার কথা প্রকাশ করলেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,লোকসভা ভোটের আগে ফের একবার হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে তৃণমূলের দলীয় অসন্তোষ প্রকাশ্যে এল। যা সাংগঠনিক দূর্বলতার ইঙ্গিতকেই স্পষ্ট করছে। এ নিয়ে আপাতত তীব্র অস্বস্তির বাতাবরণ রয়েছে শাসকদলের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!