এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রবল চিন্তায় রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী! অবশেষে এল রিপোর্ট! কিছুটা স্বস্তি

প্রবল চিন্তায় রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী! অবশেষে এল রিপোর্ট! কিছুটা স্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস এখন যেন নজর দিয়েছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের ওপর। বিধায়ক তমোনাশ ঘোষের পর করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু। আর এরপরই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে রাজ্যের সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের। আর নির্মলবাবুর শরীরে করোনা ভাইরাস বাসা বেধেছে, এই খবর পাওয়ার সাথে সাথেই রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়ে সর্বত্র। তীব্র আতঙ্কে দিন গুজরান করতে শুরু করেন নির্মল বাবুরি পাশে থাকা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক।

আর নির্মলবাবুর শরীরের সংক্রমণ তাদের শরীরেও এসে বাসা বাঁধলো কিনা, তা নিয়ে চিন্তা শুরু হয় তাদের মধ্যে। অবশেষে বড়সড় শাস্তি পেলেন রাজ্যের এই দুই মন্ত্রী। সূত্রের খবর, বুধবার জ্যোতিপ্রিয় মল্লিক এবং চন্দ্রিমা ভট্টাচার্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। যার ফলে এখন স্বস্তিতে রয়েছেন তারা। কিন্তু হঠাৎ কেন এই ব্যাপার নিয়ে আতঙ্কে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, গত 11 জুন জেলা পরিষদ ভবনে নির্মল ঘোষের সঙ্গে একসাথে বৈঠক করেন জেলা তৃণমূলের সভাপতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী। আর এরপরই নির্মলবাবুর ছেলে তীর্থঙ্করের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথেই নির্মল ঘোষ গৃহবন্দি হয়ে যান।

আর তারপরই নির্মলবাবুর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা রাজ্যের বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীরা রীতিমতো আতঙ্কে পড়ে যান। সবথেকে বেশি আতঙ্ক ছিল রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে। অবশেষে স্বস্তি পেলেন তারা। এদিন তাদের করোনা পজেটিভ রিপোর্ট না আসায় রীতিমতো সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের এই দুই মন্ত্রী।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এবার থেকে আর কারো পাশাপাশি বসা নয়। একেবারে নির্দিষ্ট দূরত্ব মেনে চলব। সামাজিক দূরত্ব ঠিক যেমন মেনে চলতে হয়, তাই চলব। গত দুদিন অফিস যাওয়া বন্ধ করেছিলাম। একেবারেই তো এসব অবহেলা করা যায় না। এখন তো উপসর্গও দেখা যাচ্ছে না।” সব মিলিয়ে এবার নির্মল ঘোষের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসতেই আতঙ্কে ভোগা রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী কিছুটা হলেও স্বস্তি পেলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!