এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় অভিযোগ জমা পড়েছে এবার নাম ধরে হেভিওয়েট নেতাদের শোকজ করতে চলেছে দল, অস্বস্তিতে তৃণমূল

বড়সড় অভিযোগ জমা পড়েছে এবার নাম ধরে হেভিওয়েট নেতাদের শোকজ করতে চলেছে দল, অস্বস্তিতে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে খারাপ ফলাফল করতে হয়েছিল দলের নিচুতলার অনেক জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণে। পরবর্তীতে সেই ফলাফল থেকে শিক্ষা নিয়ে কেউ যাতে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না থাকেন, তার জন্য তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হয়। কিন্তু তাতেও নীচুতলার নেতাদের কানে এই বার্তা পৌঁছায়নি। সাম্প্রতিক কালে ভয়াবহ দুর্যোগের পর বিভিন্ন জায়গায় তৃণমূলের বহু জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কাছের লোককে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

যার ফলে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। ব্যাপক অস্বস্তিতে পড়ে শাসকদল। পরিস্থিতি সামলাতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নেতাদের কড়া বার্তা দিতেও দেখা যায়। এমনকি পরিস্থিতি যাতে প্রতিকূল চলে না যায়, তার জন্য নিজেদের ভাবমূর্তি গড়তে উদ্যোগী হয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যে সমস্ত নেতারা জনপ্রতিনিধি দলের ভাবমূর্তি খারাপ করে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেয় তৃণমূল কংগ্রেস।

আর সেই মত এবার সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া, স্বজনপোষণের অভিযোগ সহ একাধিক বিষয়ে তৃণমূল নেতৃত্বের কাছে মালদহ জেলার বেশকিছু তৃণমূল নেতার নাম জমা পড়ায় তাদের শোকজ করতে চলেছে দল। রাজ্য নেতৃত্বের কাছে যে সমস্ত নেতার নামে অভিযোগ জমা পড়েছিল, এবার তা খতিয়ে দেখে রাজ্যের তরফে ব্যবস্থা নেওয়ার জন্য মালদহ জেলা তৃণমূলের কাছে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হল। যার মধ্যে কালিয়াচক এবং কাজল ব্লকের একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। শনিবার এই সমস্ত নেতাদের শোকজ লেটার ধরিয়ে দেওয়া হতে পারে।আর শোকজের 24 ঘণ্টার মধ্যে তাদের জবাব দেওয়ার নির্দেশ দেবে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দলের বেশ কিছু নেতা এই ধরনের দুর্নীতির ঘটনায় ফেঁসে যাওয়ায় এবং তাদের নাম রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়ায় এবং ব্যবস্থা নিতে বলায় কিছুটা হলেও চাপে পড়েছে মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “এটা দলের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে‌ বাইরে কিছু বলার নেই।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলের ভাবমূর্তি সহ্য করতে তৃণমূলের পক্ষ থেকে এখন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেননা বিরোধীরা বর্তমানে এই দুর্নীতির ঘটনাকে তুলে ধরে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমেছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়ে তৃনমূলকে ব্যাপক চাপে পড়তে হতে পারে। তাই নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে এবং দলের নেতাদের শাস্তি দিতে তৃণমূল যে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না, তা প্রমাণ করার জন্য এবার দুর্নীতির সাথে যুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে শাসক দল। এখন মালদহ জেলায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট নেতা দলের শাস্তির মুখে পড়েন এবং বাকি নেতারা অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত থাকার আগে দুবার ভাবেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!