এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ফের দলবদল হেভিওয়েট তৃনমূল নেতার, জোর জল্পনা রাজ্যে

ফের দলবদল হেভিওয়েট তৃনমূল নেতার, জোর জল্পনা রাজ্যে

বিশিষ্ট হাস্যকর অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় তার একটি সিনেমায় দলবদল করলেই যে অনেক সুযোগ রয়েছে, তা তুলে ধরেছিলেন। বর্তমানে বাংলার রাজনীতিবিদদের অবস্থাও তাই। একদল থেকে অন্য দলে যাওয়া তাদের রীতিমতো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা দেখে হাসি থামিয়ে রাখতে পারছে না অনেকেই।

এইতো যেমন বহরমপুরের কাঞ্চান মৈত্র। প্রথম বহরমপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে পা বাড়াতে দেখা গিয়েছিল তাকেই। আর এবার ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে পা বাড়ালেন তিনি।

সূত্রের খবর, বহরমপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর কাঞ্চন মৈত্র এদিন বিজেপিতে যোগদান করেন। যেখানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার। কিন্তু হঠাৎ তার এই ডিগবাজি খাওয়ার কারণ কী! অনেকে বলছেন, এই কাঞ্চন মৈত্র বহরমপুর পৌরসভার পৌরপ্রধান নীলরতন আঢ্যের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

বারেবারেই তিনি জেলা তৃণমূলের নেতাদের কাছে নীলরতনবাবুর পরিবর্তে তাকে যাতে পুরপ্রধান করা হয়, তার জন্য আবদার জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সেই আবদার পূরণ হয়নি। আর তারপর থেকেই দলের অন্দরে তার সাথে গোষ্ঠী কোন্দলের সৃষ্টি হয়। যার জেরেই এদিন তার দল বদল বলে মনে করছে তৃণমূলের একাংশ।

তবে এই ব্যাপারে কাঞ্চনবাবুকে গুরুত্ব দিতে নারাজ বহরমপুর পৌরসভার বিদায়ী পুরপ্রধান নীলরতন আঢ্য। এদিন তিনি বলেন, “কাঞ্চন প্রথমে মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক করতেন। তারপর সিপিএম- আরএসপি, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। এবার বিজেপি। ও আর কত দলবদল করবে!”

কিন্তু নীলরতন আঢ্য কাঞ্চন মৈত্রকে ঠিকমত গুরুত্ব দিতে না চাইলেও দলবদলের এই পর্বে এখন সেই কাঞ্চন বাবুর সাথে তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা বিজেপিতে যান কি না, সেদিকেও নজর রয়েছে শাসক দলের। সব মিলিয়ে এবার ফের তৃণমূলের হেভিওয়েট নেতার দলবদলে বিজেপির শক্তি বৃদ্ধি হতে শুরু করল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!