এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ

রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ


অসামাজিক কাজের প্রতিবাদ করায় হাওড়ার একটি অঞ্চলে প্রতিবাদকারীদের শারীরিক নিগ্রহের শিকার হতে হলো । এই শারীরিক নিগ্রহের জন্যে দায়ী আর কেউ নয় খোদ ঐ অসামাজিক কাজে লিপ্ত মানুষজনই। এই ঘটনার বিচার চেয়ে আহত মানুষজন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে জেলা তৃণমূলের সভাপতি (সদর) তথা সমবায়মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন হাওড়ার বাকসাড়ার বাসিন্দারা। তাঁরা শাসক দলের এই মন্ত্রীকে একপ্রকার হুঁশিয়ারী দিয়েই বলেন এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এরপরেই অরূপ বাবু অভিযুক্তদের খুঁজে বের করে ঘটনার দ্রুওত তদন্তের নির্দেশ স্থানীয় পুরলিশ কর্মীদের। আর তখনই এলাকার মানুষ বিক্ষুদ্ধ হয়ে এই নেতার বাসভবনের সামনে বিক্ষোভ করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বাবু নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “এলাকার মানুষ কিছু অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন। তার জন্য তাঁদের মারধর করা হয়েছিল। অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি নিয়ে তাঁরা আমার কাছে এসেছিলেন। আমি পুলিসকে বলেছি, আইনানুযায়ী ব্যবস্থা নিতে। কোনও রকম অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না বলেও আমরা পুলিস ও স্থানীয় লোকজনকে জানিয়ে দিয়েছি। ” জানা যাচ্ছে অরূপ বাবুর থেকে নির্দেশ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের খোঁজে পুলিশ তাদের বাড়ি গিয়েও তল্লাশি করেছে। ঐ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অসামাজিক কাজ কর্ম ঘটতে বাধা দেওয়ার জন্যে পুলিশি টহল শুরু হয়েছে। স্থানীয় মানুষের থেকে ঐদিন রাতের ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে যে, ঐ দিন রাতে কিছু অসামাজিক কাজের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন পাপ্পু হাজরা নামে এক যুবককে বেধড়ক মারধর করে। শুধু তাই নয় জানা যাচ্ছে অভিযুক্তরা সকলেই ঐ এলাকায় তৃণমূল কংগ্রেস সদস্য হিসেবেই পরিচিত। এইকারণে আক্রান্ত মানুষজন অভিযুক্তদের নামে আভিযোগ দায়ের করতে গেলে পুলিস এফআইআর করতে অসম্মত হয়। এদিনের ঘটনায় গুরুতর জখম পাপ্পু হাজরাকে চিকিৎসার প্রয়োজনে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!