এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদে ফিরেই প্রভাবশালী নেতাকে সরিয়ে দিলেন হেভিওয়েট তৃণমূল নেতা! শোরগোল শাসকদলের অন্দরে

পদে ফিরেই প্রভাবশালী নেতাকে সরিয়ে দিলেন হেভিওয়েট তৃণমূল নেতা! শোরগোল শাসকদলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফের শাসকদলের অন্দরে রদবদল ! হঠাৎ করে বুধবার সন্ধ্যায় এক ঘোষণায় পরিবর্তন হলো সিউড়ি শহরের তৃণমূল সভাপতির চেনা পদ। পদ হারালেন তৃণমূলের হেভিওয়েট নেতা অভয় বন্দ্যোপাধ্যায় । তাঁর জায়গায় দায়িত্বে এলেন মহম্মদ আব্দুল সফি।

এতদিন পর্যন্ত বেশ দক্ষতার সাথেই সিউড়ি শহরের তৃণমূল সভাপতির পদ সামলে এসেছেন অভয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে তাকে তার সভাপতির পদ থেকে সরিয়ে কার্যকারী সভাপতি হিসেবে ঘোষণা করা হলো মহম্মদ আব্দুল সফির নাম? তাই নিয়েই শুরু জোর জল্পনা।

এদিন দলের পর্যবেক্ষক বিকাশ রায়চৌধুরী বলেন যে, গত ২২ জুন দলীয় কার্যালয়ে অভয়বাবু বিশৃঙ্খলা করেছিলেন এমনটাই অভিযোগ উঠেছে দলের তরফে তাই দল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে। আর তার পরে দলের জেলা নেতৃত্ব অভয়বাবুকে আগামী পাঁচমাসের জন্য শহর সভাপতির পদ থেকে সরিয়ে বর্তমান শহরের কার্যকরী সভাপতি সফি সাহেবকে ওই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিন থেকে তিনিই দলের সমস্ত সাংগঠনিক কাজকর্ম দেখবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে কোন নোটিশ ছাড়া হঠাৎ করেই বিকাশ রায়চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে সহ পর্যবেক্ষক পদে থাকা অরুন চক্রবর্তীকে দলের দ্বায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভোট বড় বালাই যে কারণে বিজেপির বাড়বাড়ন্তে ফের বিকাশ রায়চৌধুরীকে দ্বায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়। আর ফিরে এসেই তিনি অভয়বাবুকে সরিয়ে দিলেন তা নিয়ে শুরু জোর জল্পনা। এদিকে পদ হারানো নিয়ে মুখ খুলতে নারাজ অভয়বাবু।

তবুও বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। সামনের দিনে 2021 এর ভোটকে সামনে রেখে ঘাসফুল শিবির নতুন করে সংগঠন সাজাতে শুরু করেছে এবং ভোটের দিকে তাকিয়েই সম্ভবত এই গুরুত্বপূর্ণ রদবদল ।যাইহোক ,এই সিদ্ধান্ত সামনের দিনে কতটা কার্যকরী সেদিকেই তাকিয়ে থাকবে গোটা পশ্চিমবঙ্গবাসী ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!