এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > খুনের ষড়যন্ত্রের মামলায় নাম জড়িয়ে দেখা নেই হেভিওয়েট নেতার , পৌরসভার আগে চিন্তা বাড়ছে!

খুনের ষড়যন্ত্রের মামলায় নাম জড়িয়ে দেখা নেই হেভিওয়েট নেতার , পৌরসভার আগে চিন্তা বাড়ছে!

গত জানুয়ারি মাসে খুনের ষড়যন্ত্রের মামলায় নাম জড়িয়েছিল বহরমপুর মহাকুমা কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারের। আর তারপর থেকেই কার্যত উধাও হয়ে গেছেন তিনি। সামনেই পৌরসভা নির্বাচন। আর তার আগে দলের মুর্শিদাবাদ জেলার এই হেভিওয়েট নেতাকে সেভাবে সক্রিয় হতে না দেখে, কার্যত চিন্তার ভাঁজ পড়েছে কংগ্রেস নেতৃত্বের কপালে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বহরমপুরের গোরাবাজার পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। যেখানে ধৃতদের গ্রেফতার করে পুলিশ জানতে পারি যে, এলাকার এক তৃণমূল নেতাকে খুনের পরিকল্পনার জন্যই সেই অস্ত্র আনা হয়েছিল। আর এর পরেই সেই ধৃতরা জেরায় শিলাদিত্য হালদার এবং শ্রীদাম সেন নামে দুই কংগ্রেস নেতার কথা বলে দেয়।

এদিকে এই ঘটনার পরই দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। যার ফলে এখন প্রবল অস্বস্তিতে রয়েছে একসময়কার মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কংগ্রেসের শিলাদিত্য হালদার। একাংশের দাবি, বর্তমানে হাইকোর্টে তার জামিনের প্রস্তুতি চলছে‌। তাই এই সময় তিনি কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চাইছেন না। তবে শিলাদিত্যবাবুর মত মুর্শিদাবাদ জেলার হেভিওয়েট কংগ্রেস নেতা যদি পৌরসভা নির্বাচনের মুখে এভাবে ব্যাকফুটে পড়ে থাকেন, তাহলে কংগ্রেস দল কিভাবে সাফল্য পাবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। কিন্তু শিলাদিত্য হালদারের মত কংগ্রেস নেতাকে মামলা দিলেও, এটা শাসকদলের চক্রান্ত বলে দাবি করছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, “শিলাদিত্য হালদার সহ বিভিন্ন নেতাকর্মীদের শাসকদল বারেবারে মিথ্যা মামলা দিচ্ছে। জেলে পুরে দিচ্ছে। যার জেরে শিলাদিত্য সহ দলের নেতাকর্মীদের রাজনৈতিক ও সাংসারিক জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছে।” একইভাবে এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “পৌরসভা ভোটে তৃণমূল নেতাদের ভোটে সাহায্য করতে তাদের পাশে পুলিশ রয়েছে। আর আমাদের নেতাদের ফাঁসিয়ে দিয়ে জেলে ভরলে তো পোয়া বারো!” কিন্তু কংগ্রেসের তরফে তাদের নেতা শিলাদিত্য হালদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মুখপাত্র অশোক দাস বলেন, “এই মামলার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। কি ঘটনা ঘটেছে, তা পুলিশ প্রশাসন বলতে পারবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, প্রায়শই বিরোধীদের পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই সেদিক থেকে মুর্শিদাবাদ জেলার হেভিওয়েট কংগ্রেস নেতাকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য শাসকের বিরুদ্ধে অভিযোগ করছে হাত শিবির। কিন্তু কংগ্রেস এই অভিযোগ করলেও, ভোটের মুখে তাদের দলের নেতার অনুপস্থিতি যে কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে কংগ্রেসকে প্রবল বিপাকে ফেলবে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত সকলেই। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!