এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের পর্যালোচনা করতে গিয়ে কর্মীদের অভিযোগের চোটে সভা ছেড়ে পালালেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী!

দলের পর্যালোচনা করতে গিয়ে কর্মীদের অভিযোগের চোটে সভা ছেড়ে পালালেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী!

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। গতবার তৃণমূল বাংলা থেকে 34 টা আসন পেলেও এবার তাদের দখলে এসেছে মোটে 22 টি আসন। অন্যদিকে বিজেপি 2 থেকে বাড়িয়ে তাদের আসন সংখ্যা 18 করে নিয়েছে। আর ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ঘুরে দাড়াতে মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই জেলায় জেলায় কেন এই ফলাফল হল তা নিয়ে তৃণমূলের একাংশ অপর গোষ্ঠীর বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। আর নিজের জেলার এই গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক করতে গিয়েই এবার রীতিমতো বৈঠক ছেড়ে চলে আসতে হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথকে।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে দলের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে একটি বৈঠক ডাক দেন স্বপনবাবু। আর সেখানেই কোন এলাকায় ফলাফল প্রকাশের পর কতগুলো দলীয় কার্যালয় দখল হয়েছে এবং কত জন দলীয় কর্মী আক্রান্ত হয়েছেন তার তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। আর এই আলোচনা চলার মধ্যেই লোকসভা নির্বাচনে হারের কারণ বিশ্লেষণ এবং ঠিক কোন কোন নেতা এই পরাজয়ের জন্য দায়ী, তাদের চিহ্নিত করে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার জন্য জোরদার দাবি জানাতে থাকেন বৈঠকে উপস্থিত একাধিক তৃণমূল নেতাকর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্ধমানের একাধিক তৃণমূল নেতা তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে দলের ভাবমূর্তি খারাপ করছে বলে এদিনের বৈঠকের সরব হন তৃণমূলের এক গোষ্ঠী। অন্যদিকে লোকসভা নির্বাচনে বর্ধমান পৌরসভার 35 টি ওয়ার্ডের মধ্যে 21 টি ওয়ার্ডে তৃণমূল হেরে যাওয়ায় প্রাক্তন কাউন্সিলারদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়েও সরব হন অনেকে। আর এরপরই এক নেতা অপর নেতার বিরুদ্ধে প্রকাশ্যে নানা কটূক্তি এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকে। আর এতেই চরম বিপত্তি তৈরি হয়।

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি স্বপন দেবনাথ। তবে এই গণ্ডগোলের ব্যাপার এবং তার চলে আসার সম্পর্কে কোনোরূপ মন্তব্য করতে রাজি হননি জেলা তৃণমূল সভাপতি। উল্টে তিনি বলেন, “পার্টি অফিস দখল এবং দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছিল। ব্লক ভিত্তিক তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

একই কথা বলেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক এবং পর্যবেক্ষক উত্তম সেনগুপ্তও। সব মিলিয়ে এবার ভোটের খারাপ ফলাফলের পর পর্যালোচনা বৈঠক করতে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!