এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট মন্ত্রীর নির্দেশ পেতেই ময়দানে নেমে পড়ল তৃণমূল! জেনে নিন

হেভিওয়েট মন্ত্রীর নির্দেশ পেতেই ময়দানে নেমে পড়ল তৃণমূল! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি‌। আটটি আসনের মধ্যে সবকটিতেই পরাজিত হয়েছে শাসকদল। আর এরপরই ঘুরে দাঁড়াতে বিভিন্ন জেলায় সংগঠনে পরিবর্তন আনার পাশাপাশি নেতাদের সক্রিয় হওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি ফালাকাটা বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছেন পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, আগামী 6 সেপ্টেম্বর থেকে ফালাকাটা বিধানসভার পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু হচ্ছে। যা আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর তারপরেই বুথে বুথে শুরু হবে পাড়া বৈঠক। যেখানে সরাসরি ভোটারদের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করবেন তৃণমূল নেতারা। অর্থাৎ এই বুথে বুথে বৈঠকের মধ্যে দিয়ে তৃণমূল এখন মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি মানুষের মনে যাতে তৃণমূল সম্পর্কে ভালো বার্তা দেওয়া যায়, তার চেষ্টাই করা হবে বলেই মনে করছে একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে 17 আসন বিশিষ্ট পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি একাই 10 টি আসন দখল করে। বাকি আসনগুলোতে তৃণমূল 4 টি, নির্দল, সিপিএম এবং আরএসপি একটি করে আসন পায়। আর এরপরই বিজেপির 5 সদস্য এবং একজন নির্দল সদস্যকে নিজেদের দিকে এনে সেই পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। তবে গত লোকসভা ভোটে পূর্ব কাঠালবাড়ির কুড়িটি বুথের মধ্যে উনিশ টিতেই বিজেপির কাছে পরাজিত হতে হয় ঘাসফুল শিবিরকে। আর তারপরই সম্প্রতি ফালাকাটায় মিটিং করতে এসে এই ব্যাপারে উষ্মা প্রকাশ করেন দলীয় পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তখনই আগামী বিধানসভা নির্বাচনে যাতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায়, তার জন্য আলিপুরদুয়ার 1 ব্লক সভাপতি মনোরঞ্জন বাবুকে দায়িত্ব দেন রাজীববাবু। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই এবার নতুন করে সংগঠনকে চাঙ্গা করার কাজ শুরু করে দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে জেলা পরিষদের সহকারি সভাধিপতি বলেন, “বনমন্ত্রী এলাকার সাংগঠনিক কাজ দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ফালাকাটা বিধানসভা উপনির্বাচন হোক আর না হোক, পূর্ব কাঠালবাড়ি পঞ্চায়েতের হারানো জমি পুনরুদ্ধার করবই। বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনব। ওদের দাবি দাওয়া পূরনে দলের ওপর মহলে জানাব।”

সব মিলিয়ে এবার বনমন্ত্রীর নির্দেশ পাওয়ার সাথে সাথেই পূর্ব কাঠালবাড়িতে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। তবে তাদের এই সাংগঠনিক কাজকর্মের মধ্যে দিয়ে দল এখানে কতটা শক্তিশালী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!